আজ পাঁচ রাজ্যের ভোট ফল, তাকিয়ে আছে গোটা দেশ

5 State Election Result2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ আজ বৃহস্পতিবার দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার দিন৷ জনাদেশ কি সেদিকেই তাকিয়ে গোটা দেশ৷ পশ্চিমবঙ্গ, আসাম, কেরেলা, তামিলনাড়ু ও পুদুচেরিতে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে৷ গোটা দেশকে বিশেষভাবে ভাবাচেচ্ছ পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরেলা নির্বাচনের ফলাফল৷ দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও এই ফলাফল নিয়ে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল সকলেরই মূল আলোচ্য বিষয় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল৷ এক্সিট পোল পশ্চিমবঙ্গ, কেরেলা এবং আসাম নিয়ে যে সম্ভাব্য ফল ঘোষণা করেছে তাতে স্বাভাবিকভাবেই রাজ্যে আগামীদিনে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তায় ফেলেছে ডান-বাম উভয় দলকেই৷
এক্সিট পোল মোতাবেক বড় চমক আসামের ফলাফল৷ সেখানে দুইবারের কংগ্রেস জমানার অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি৷ এদিকে, পশ্চিমবঙ্গে পরিবর্তনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে এক্সিট পোল৷ ফলে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের মোড়কে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমঝোতাকে বিরাট ধাক্কা দিচ্ছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রেসকে ঠেকাতেই সমঝোতার পথে হেঁটেছে ডান-বাম দুই শিবির৷ ফলে, এক্সিট পোল মোতাবেক পশ্চিমবঙ্গে ক্ষমতার মসনদে পুনরায় তৃণমূলের প্রত্যাবর্তনে গোটা দেশেই ধাক্কা খাবে সিপিএম ও কংগ্রেস এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ এদিকে, পশ্চিমবঙ্গে ভরাডুবি এবং কেরলে এলডিএফ তথা বামেরা ক্ষমতায় ফিরলে জাতীয় স্তরে সিপিএম শিবিরেই তীব্র মতানৈক্য দেখা দেবে৷ একই সাথে এরাজ্যেও এর প্রভাব পড়বে৷ পশ্চিমবঙ্গে ডান-বাম জোটের অন্যতম কান্ডারি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তাতে দলের মধ্যেই সমালোচনার মুখে পড়বেন৷ এদিকে, কেরলে এবং আসামে কংগ্রেস হারলে এর জন্য পশ্চিমবঙ্গে বামেদের সাথে সমঝোতাকেই দায়ী করবে দুই রাজ্যের দলীয় কর্মীরা৷ এই রাজ্যের বিদ্রোহী কংগ্রেস নেতাদের মতে কেরল এবং আসামে দল হারলে সেখানেও বিদ্রোহ দেখা দিতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *