BRAKING NEWS

রেগার টাকা তছরূপ মামলায় কৈলাসহরে গ্রেপ্তার পঞ্চায়েত সচিব, প্রধান ও বিডিও অধরা

scamনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ মে৷৷ সরকারী টাকা নয়ছয় করার অভিযোগে অবশেষে থানাকর্তাকে ঘুমে রেখে ঊনকোটি জেলার পুলিশ সুপার পঞ্চায়েত সচিব হুসেন উদ্দীনকে গ্রেপ্তার করেছেন৷ গ্রেপ্তার করার পর কৈলাসহর প্রথম বিভাগীয় আদালতে তুলা হলে তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷ ফলে আগামী ত্রিশে মে পর্য্যন্ত দেল হাজতে থাকতে হবে৷
ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে রেগার টাকা আত্মসাৎ, কয়েকটি পুকুর খনন কাজে অনিয়ম, পিডিএস ফান্ডের টাকা খরচ করাতেও অনিয়মের অভিযোগ৷ ঐ পঞ্চায়েতের বিরোধী দলের দুই পঞ্চায়েত সদস্য, সচিব হুসেন উদ্দীন, তৎকালীন বিডিও অনুপম চক্রবর্তী, গ্রাম প্রধান আলেয়া বেগমের বিরুদ্ধে ইরানি থানায় মামলা করেন৷ গত বছরের ২৯শে সেপ্ঢেম্বর ইরানি থানায় জনস্বার্থে মামলা করা হয়৷ এতদিন অতিক্রান্ত হওয়ার পর আজ জেলার পুলিশ সুপার হঠাৎ পঞ্চায়েত সচিবকে কেন গ্রেপ্তার করলেন তা নিয়ে কৈলাসহরে চলছে জল্পনা কল্পনা৷ মামলা করার প্রয়া সাত মাস পর আজ তাকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি এসেছে৷ কারণ মামলা নেওয়ার পর পুলিশ তদন্ত করে৷ পুলিশের কাছে বেশ কিছু তথ্যপ্রমাণ মিলেছে৷ এতোদিন তাকে গ্রেপ্তার না করার পেছনে বিডিও এবং প্রধান বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা ছিল৷ রাজনৈতিক দাদাদের তৎপরতায় বিডিও এবং প্রধান বেঁচে গিয়েছে৷ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের অভিযোগগুলি নিয়ে কৈলাসহরের বিধায়ক হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছিলেন৷ সেই খবর প্রকাশ হতেই পুলিশ যাতে আদলতে কোন প্রশ্ণের সম্মোখীন না হতে পারেন তার জন্যই সচিব হুসেন উদ্দীনকে আজ হঠাৎ গ্রেপ্তার করা হয়৷ এমনটাই রাজনৈতিক বিশ্লেষক মহলের অভিমত৷ প্রধান আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়নি৷ তবে, জানা গিয়েছে বিডিও অনুপম চক্রবর্তী গত কয়েকদিন আগে আদালত থেকে আগাম জামিন নিয়েছেন৷
গৌরনগর ব্লকের কোন সচিব অর্থ নয়ছয়ের অভিযোগে এই প্রথম জেল হাজতে গিয়েছেন৷ আদালত থেকে জেলে নিয়ে যাবার সময় সচিব হুসেন উদ্দীন জানিয়েছেন তিনি নির্দোষ৷ পঞ্চায়েত সচিব হুসেন উদ্দীন সহ তিনজনের বিরুদ্ধে ১২০বি, ৪০৯ আইপিসি, ১৩-০৮ পি-সি ধারায় ইরানি থানায় মামলা করা হয়৷ মামলার নম্বর ২৯/১৫৷ খবর পাওয়া গিয়েছে এই পঞ্চায়েত সচিব হুসেন উদ্দীনের বিরুদ্ধে শুধু এই মামলা নয়৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *