BRAKING NEWS

স্করপিউর ধাক্কায় সুকটার ও রিক্সাকে, গুরুতর জখম দুইজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রবিবার রাতে আগরতলা এয়ারপোর্ট ভিআইপি সড়কে শ্রীকৃষ্ণ মিশন সুকল সংলগ্ণ এলাকায় একটি দ্রুতগামী স্করপিউ গাড়ি একটি সুকটার এবং রিক্সাকে ধাক্কা দিয়ে দুজনকে গুরুতরভাবে জখম করেছে৷ জানা যায়, স্করপিউ গাড়িটির চালক দ্রুতবেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারার ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি সংগঠিত হয়৷ বোধজং সুকলের শিক্ষক দীপক বণিক(৫৯) সুকটার নিয়ে ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত কোয়াটারে ফিরছিলেন৷ তখন রাত ৮টা ৫মিনিট৷ তখনই মারমুখী স্করপিউ গাড়িটি এসে সুকটারকে ধাক্কা দেয়৷ সুকটার সহ তিনি ছিটকে পড়েন একটি রিক্সার উপর৷ তাতে রিক্সার চালকও গুরুতরভাবে আহত হয়েছে৷ দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চালক৷ পার্শ্ববর্তী একটি যাত্রী বিশ্রামাগারে আড্ডা দিচ্ছিল কতিপয় যুবক৷ তারা দৌড়ে এসে গাড়িটি আটক করে এবং আহত শিক্ষককে চিনতে পেরে ঐ গাড়িতে করেই শিক্ষক এবং রিক্সা চালককে আইএলএস হাসপাতালে নিয়ে যায়৷ রিক্সা চালকের নাম অজয় চক্রবর্তী৷ আইএলএস হাসপাতালে পৌঁছে দিয়ে সুযোগ বুঝে সেখান থেকে গাড়ি নিয়ে চম্পট দেয় চালক৷ গাড়িটির নম্বর টিআর০১-এপি-০৬২৭৷ এব্যাপারে ক্যাপিটেল কমপ্লেক্স থানায় মামলা দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত সুকটার এবং রিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ৷ স্করপিউ গাড়ির চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ আইএলএস হাসপাতাল সূত্রে জানা গেছে, শিক্ষক এবং রিক্সা চালকের হাত ও পায়ের হাড় ভেঙে গেছে৷ বর্তমানে তারা চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *