BRAKING NEWS

এক্সিট পোল ঃ দিদি ও আম্মার প্রত্যাবর্তন, আসাম হারাচ্ছে গগৈ, কেরলে পরিবর্তন, পুদুচেরিতে কংগ্রেস-ডিএমকে জোট

exit pollsনয়াদিল্লি, ১৬ মে৷৷ পাঁচ রাজ্যের নির্বাচন সমাপ্ত হতেই এক্সিট পোল গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে৷ একদিকে যেমন পশ্চিমবঙ্গে পরিবর্তনের জল্পনা উড়িয়ে দিয়েছে, অন্যদিকে আসামে বড় চমক, বিজেপি প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে৷ অবশ্য কেরেলায় প্রত্যাশিতভাবেই পরিবর্তন হচ্ছে৷ ইউডিএফকে হারিয়ে এলডিএফ ক্ষমতায় বসছে৷ এদিকে, তামিলনাড়ুতে আম্মার প্রতি আস্থা রয়েছে জনগণের তাই পরিবর্তনের জল্পনা খারিজ করে দিয়েছে এক্সিট পোল৷ সমীক্ষা বলছে, পুদুচেরিতে ক্ষমতায় আসতে চলেছে ডিএমকে-কংগ্রেস জোট৷
সোমবার দীর্ঘ ভোট প্রক্রিয়া সাঙ্গ হল পাঁচ রাজ্যের৷ সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় সমীক্ষা৷ বিভিন্ন সমীক্ষাতে উঠে এসেছে পশ্চিমবঙ্গে পরিবর্তনের বদলে প্রত্যাবর্তন হচ্ছে৷ ২০১১ নির্বাচনের তুলনায় ভোটের হারে ধাক্কা খাবে তৃণমূল৷ কিন্তু ১৭০টিরও বেশি আসন নিয়ে প্রত্যাবর্তন হতে চলেছে মমতার৷ তবে, এই সমীক্ষায় বড় চমক দিয়েছে আসামের ফলাফল নিয়ে৷ এক্সিট পোল মোতাবেক বিজেপি আসামে বিরাট ব্যবধানে জয়ী হতে চলেছে৷ ফলে, প্রথমবারের মত সরকার গড়তে পারে আসামে বিজেপি৷ কেরেলাতে প্রথা অনুযায়ী ইউডিএফ সরকারের পরিবর্তন হয়ে ক্ষমতা আসতে চলেছে এলডিএফ৷ কেরেলাতে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সরকার বদল হয়৷ সমীক্ষায় এবছরও পরিবর্তন হতে চলেছে৷ এদিকে, তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটকে প্রত্যাখান করে জনগণ আম্মার এআইএডিএমকে’র প্রতি আস্থা রেখেছেন বলে সমীক্ষা অনুসারে জানা গেছে৷
চাণক্য নিউজ এর এক্সিট পোল মোতাবেক কেরেলাতে এলডিএফ পাচ্ছে ৭৫টি আসন, ইউপিএফ ৫৭টি, বিজেপি ৮টি এবং অন্যান্য দখলে ১টি আসন যাবে৷ চাণক্য এক্সিট পোলের মতে, আসামে বিজেপি ৯০টির কাছাকাছি আসন পাবে৷ অন্যদিকে, কংগ্রেস ২৭টি এবং এআইইউডিএফ ৯টি আসন পেতে পারে৷ এদিকে, এবিপিআনন্দ-নিয়েলসন বলছে পশ্চিমবঙ্গে তৃৃণমূল কংগ্রেস ১৭৮টি আসন এবং বাম ও কংগ্রেস জোট ১১০টি আসন পেতে পারে৷ বিজেপি একটি এবং অন্যান্যদের দখলে পাঁচটি আসন যাবে৷
আজকের এবিপিআনন্দ-নিয়েলসন, ইন্ডিয়াটুডে- এক্সিসমাইইন্ডিয়া, টাইমসনাউ সি এবং সিভোটার-ইন্ডিয়া টিভি এক্সিট পোল করেছে৷ সকলেই পশ্চিমবঙ্গে তৃণমূলকে, কেরেলায় এলডিএফকে, তামিলনাড়ুতে এআইএডিএমকে’কে, আসামে বিজেপিকে এবং পুদুচেরিতে ডিএমকে -কংগ্রেস জোটকে সম্ভাব্য বিজয়ী বলে ঘোষণা করেছে৷ ফলে, পশ্চিমবঙ্গে বামেদের এবং আসামে কংগ্রেসের মাথায় হাত৷
এই এক্সিট পোলের রায় যদি বাস্তব রূপ নেয় তাহলে তামিলনাড়ু এবং পুদুচেরি নিয়ে ত্রিপুরার রাজনৈতিক মহলের দুশ্চিন্তা না থাকলেও পশ্চিমবঙ্গ, কেরল ও আসাম ভাবাচ্ছে এই রাজ্যকে৷ এক্সিট পোল মোতাবেক কেরল এবং আসাম হারাচ্ছে কংগ্রেস৷ ধাক্কা খাচ্ছে পশ্চিমবঙ্গেও৷ একই ভাবে কেরলে সাফল্য মিললেও পশ্চিমবঙ্গের ধক্কা সামলাতে হিমসিম খেতে হবে এ কে গোপালন ভবনকে এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *