ঘিলাতলীতে সেচের অভাবে চাষাবাদে মার খাচ্ছে চাষীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ কল্যাণপুর ব্লক  এলাকার ঘিলাতলি ঘাট স্টিল সেতুর পাশে প্রায় ৪০ জন কৃষক প্রায় ৫০ কানি জমিতে সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্ন সবজি চাষ করে সংসার প্রতিপালন করেন৷ চাষ হয় জিঙ্গা, পটল, ইত্যাদি৷ কিন্তু জলের অভাবে, এলআই মেশিনও খারাপ৷ জলসেচ  দপ্তর ঘুমে৷ মাঝে মধ্যে এলআই মেশিন ঠিক হয়৷ আবার কয়েকদিন চলার পর নষ্ট হয়ে যায়৷ প্রয়োজনীয় জলের অভাব, ফলে ব্যাহত প্রায় চাষাবাদ৷ কৃষকদের  মাথায় হাত৷ যতটুকু ফসল হবার কথা তা হচ্ছে না জলের অভাবে৷  কল্যাণপুর ব্লক এলাকার অনেক এলআই মেশিন বছরের পর বছর বিকল হয়ে থাকে৷ কৃষকদের  দাবি জমিতে প্রয়োজনীয় জলের জন্য এগিয়ে আসুক দপ্তর৷