ভিআইপি রোডে পৃথক দূর্ঘটনায় গুরুতর ছয়জন

VIP ROAD ACCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ আগরতলা এয়ারপোর্ট ভিআইপি রুটে শুক্রবার সকালে দুটি পথ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে কোন ক্ষেত্রেই প্রাণহানির খবর নেই৷
শুক্রবার বেলা সাড়ে নয়টা নাগাদ আগরতলা এয়ারপোর্ট রুটে ভোলাগিরি আশ্রমের বাউন্ডারি ওয়ালে একটি বলেরো গাড়ি ধাক্কা দেয়৷ চালক খুব দ্রুতগতিতে গাড়িটি চালাচ্ছিল৷ নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে রাস্তার পাশের ড্রেইন ডিঙ্গিয়ে গাড়িটি ভোলাগিরি আশ্রমের বাউন্ডারি ওয়ালে ধাক্কা দেয়৷ তাতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়৷ পাশেই শ্রীকৃষ্ণ মিশন স্কুল৷ ছাত্রছাত্রীদের বাড়িতে নিয়ে যাবার সময় বেশ কয়েকজন অভিভাবকও ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে রয়েছিলেন৷ অল্পেতে তারা প্রাণে বেঁচেছেন৷ পুলিশ গাড়িটি আটক করেছে৷
VIP ROADএদিকে, কিছুক্ষণের মধ্যেই মহাকরণ সংলগ্ণ এলাকার একটি যাত্রীবাহী বাসকে পেছন দিকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী মারুতি গাড়ি৷ তাতে মারুতির ৫ জন যাত্রী আহত হন৷ তাদেরকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মারুতি গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ জানা গেছে, মারুতি গাড়িটি বাসকে ওভারট্রেক করার জন্য চেষ্টা করছিল৷ মহাকরণের কাছে ট্রাফিক সিগন্যাল মেনে বাসের চালক ব্রেক কষতেই পেছন দিক থেকে দ্রুতবেগে আসা মারুতি গাড়িটি বাসকে ধাক্কা দেয়৷ ভিআইপি রুটে যানবাহন গুলি খুবই দ্রুতগতিতে চলাচল করে৷ ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন৷ এদিকে ভিআইপি সড়কেই এনসিসি থানার সামনে একটি সুকটি দ্রুত বেগে ছুটে গিয়ে বাইসাইকেল চালককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ তাতে বাইসাইকেল চালক রাস্তার উপর ছিটকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে৷ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায়৷