BRAKING NEWS

নিজামীর ফাঁসি কার‌্যকরের বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাল ভারত

Government of Indiaঢাকা, ১৩ মে (হি.স.) : বাংলাদেশের যুদ্ধাপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার‌্যকরের বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাল প্রতিবেশী দেশ ভারত| শুধু নিজামী নন, অন্য যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার প্রতিও সমথর্ন জানাল দেশের বিদেশ দফতর| বৃহস্পতিবার রাতে এক প্রশ্নের জবাবে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ এই প্রতিক্রিয়া জানান|
তিনি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ইসু্যটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়| তবে এ বিষয়ে ব্যাপক জনসমর্থন রয়েছে| ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ সংঘটিত হয়| যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ায় ভারতের সমথর্ন রয়েছে|
উল্লেখ্য, বাংলাদেশের যুদ্ধাপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে গত মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃতু্যদণ্ড কার‌্যকর করা হয়|
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে সে সময়কার রাজাকার নামে পরিচিত নিজামীকে| মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর সর্বোচ্চ নেতা ছিলেন নিজামী| একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে ৱুদ্ধিজীবী হত্যাকাণ্ড, গণহত্যা ও ধর্ষণসহ একাধিক দায়ে ফাঁসির দণ্ড কার‌্যকর করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *