নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ সিধাই থানাধীন কলকলিয়া গ্রামে গৃহবধূ শিপ্রা সূত্রধর হত্যাকান্ডে ধৃত শাশুড়ী টিংকু সূত্রধর এর ফাঁসির দাবিতে বৃহস্পতিবার আদালতে বিক্ষোভ দেখাল গ্রামবাসী৷ এদিনই আদালতে তোলা হয় গৃহবধুর শ্বাশুড়ী টিংকু সূত্রধরকে৷ এদিন প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আয়তে মোতায়েন করা হয় পুলিশ৷
গত ২৭ এপ্রিল সিধাই থানাধীন কলকলিয়া গ্রামে রহস্যজনক ভাবে মৃত্যু হয় শিপ্রা সূত্রধর নামে এক গৃহবধু৷ অভিযোগ পনের দাবিতে তাকে মেরে ফেলা হয়৷ ৮ মাসের গৃহবধু ৭ মাসের অন্তস্বত্তা ছিল৷ শিপ্রাকে মেরে তার মুকে বিষ ঢেলে দেওয়া হয়৷ এরপরই গ্রামবাসী, মৃতার বাপের বাড়ির লোকজন প্রতিবাদে সামিল হয়৷ বেশ কয়েকজন দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন ও দেওয়া হয় থানায়৷ শেষ পর্যন্ত পুলিশ শ্বাশুড়ী টিংকু সূত্রধর এবং স্বামী সঞ্চয় সূত্রধরকে গ্রেপ্তার করে৷ বৃহস্পতিবার স্বামী ও শ্বাশুড়ী দুজনকেই আদালতে তোলা হলে শ্বাশুড়ী টিংকু সূত্রধরকে ফাঁসির দাবি চেয়ে আদালতে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী৷
তাদের অভিাযোগ শ্বাশুড়ী টিংকু সূত্রধর অবৈধ্য প্রেমে জড়িয়ে পড়ায় তা দেখে ফেলে গৃহবধু শিপ্রা৷ এতে খুন করা হয় বলে অভিযোগ মৃত শিপ্রার বড় বোনের৷
এদিন দুপুরের পর পর্যন্ত শত শত গ্রামবাসী আদালতে সামিল হয়ে বিক্ষোভ দেখান৷ এদিন পরিস্থিতি নিয়ন্ত্রনে আসতে আদালতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী৷ অভিযুক্তদের উপযুক্ত শান্তিরর দাবিতে এলাকাবাসী তরফ ও ডেপুটেশন দেওয়া হয়৷ এখন মামনীয় আদালত দোষিদের কি সাজা দেয় এখন এটাই দেখার৷
2016-05-13