নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ দক্ষিণ জেলার পোয়াংবাড়ি আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির পর্যালোচনা সভায় বিভিন্ন দপ্তরের অফিসাররা গড় হাজির থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ জেলা সভাধিপতি হিমাংশু রায়৷ এধরনের কার্যকলাপ সংবিধান অবমাননার সামিল বলে তিনি উল্লেখ করেন৷ পোয়াংবাড়ি ব্লকে বুধবার পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ পর্যালোচনা সভায় জেলা সভাধিপতি হিমাংশু রায়, বিধায়িকা রীতা কর মজুমদার, জেলাশাসক কে সি জমাতিয়া, ও বিডিও মানিকলাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷ কিন্তু বিভিন্ন দপ্তরের অফিসাররা গড় হাজির দিলেন৷ বিভিন্ন দপ্তরের অফিসাররা পর্যালোচনা সভায় উপস্থিত না থাকায় পর্যালোচনাসভা কার্যত বিফল হয়৷ তাতে তীব্র ক্ষোভ উগরে দেন খোদ জেলা সভাধিপতি৷ তিনি বলেন, দপ্তরের অফিসাররা গড় হাজির থেকে সংবিধান অবমাননা করেছে বলে তিনি মন্তব্য করেন৷ সরকারের উন্নয়মূলক কাজের গতিকে স্তব্ধ করার চক্রান্ত বলে তিনি আখ্যায়িত করেন৷ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা সভাধিপতি৷ দক্ষিণ জেলার জেলা শাসক কে সি জমাতিয়া বলেন, সার্বিক উন্নয়নে জন প্রতিনিধি ও সরকারি কর্মচারীদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন৷ তা করা সম্ভব না হলে উন্নয়ন তরান্বিত করা যাবে না৷ সময়ের কাজ সময়ে শেষ করার জন্য তিনি নির্দেশ দেন৷
2016-05-12