কলমচৌরায় অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ কলমচৌরা থানা এলাকার কলসিমুড়া গ্যাস এজেন্সির পশ্চিম প্রান্তের জঙ্গলে অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷
বুধবার কলমচৌরা থানার পুলিশ কলসিমুড়ার গ্যাস এজেন্সির পশ্চিমাংশের জঙ্গল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে৷ মহিলার পরিচয় জানা যায়নি৷ কাঁঠাল বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে এক ব্যক্তি পচাগলা মৃতদেহটি দেখতে পান৷ বিষয়টি কলমচৌরা থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ আশঙ্কা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে মহিলার মৃতদেহটি জঙ্গলে এনে ফেলে দেওয়া হয়েছে৷ স্থানীয় গ্রাম প্রধান আবুল হুসেন জানান, অনুমান করা হচ্ছে ১২ দিন াগে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷ পাশাপাশি এলাকায় কেউ নিখোঁজ নেই৷ স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে অন্য কোথাও থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে৷ মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷