নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্র নগর মহাশক্তি এলাকায় এক গৃহবধূ শ্বশুর শাশুড়ির নির্যাতনে অতিষ্ট হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে৷ গৃহবধূটির নাম মাম্পি শিল(সরকার)৷ স্বামীর নাম সুমন সরকার৷ জানা যায়, প্রায় ছয় বছর আগে ভালোবেসে তাদের বিয়ে হয়৷ মাম্পির বাবা উত্তম শীল দিনদরিদ্র৷ মেয়েকে সোনা গয়না তেমন কিছু দিতে পারেননি৷ এনিয়ে গত বেশকিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল৷ মাম্পির শ্বশুর শাশুড়ি তার উপর নির্যাতন শুরু করেন৷ তাদের বক্তব্য ছেলেকে সামাজিক ভাবে বিয়ে দিলে নগদ টাকা সোনা গয়না আসবাবপত্র সবকিছুই পেতেন৷ কিন্তু ভালোবেসে বিয়ে করায় মেয়ের বাবা কোন কিছুই দেয়নি৷ এনিয়ে গৃহবধূ মাম্পির উপর নির্যাতন শুরু করেন শ্বশুর স্বপন সরকার ও শাশুড়ি স্বপ্ণা সরকার৷ অবশ্য স্বামীর বিরুদ্ধে তেমন কোন অভিযোগ নেই৷ গতকাল এবং আজ সকালেও শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রচন্ড বাকবিতন্ড হয় মাম্পির৷ এরই জেরে দুপুর নাগাদ মাম্পি কাচের বোতল ভেঙ্গে হাত ক্ষতবিক্ষত করে ফেলে৷ তার হাতের নার্ভ কেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে জানতে চাওয়া হলে মাম্পির বাবা উত্তম শীল জানান জামাইয়ের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই৷ সুমন ভালো ছেলে৷ কিন্তু তার মা বাবা পণের জন্য নির্যাতন চালাচ্ছেন৷ এনিয়ে পার্টি অফিস পর্যন্ত দরবার গড়িয়ে ছিল৷ এরপরও গৃহবধূর উপর নির্যাতন অব্যাহত থাকে৷ নির্যাতন সহ্য করতে না পেরেই মাম্পি আত্মহত্যার চেষ্টা করেছে৷ এব্যাপারে অবশ্য তারা থানায় কোন অভিযোগ করেননি৷ তবে জিবি হাসপাতালে এসে জিবি আউট পোস্টের পুলিশ ঘটনার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছে৷ জানা গেছে, মাম্পির শ্বশুর এবং শাশুড়ি জিবি হাসপাতালে মাম্পির শুশ্রুষা করছেন৷ তারা দাবি করেছেন পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়েছিল৷ এধরনের কান্ড সংগঠিত করবে তা তারাও ভাবতে পারেনি৷ অভিমান করেই পুত্রবধূ এধরনের ঘটনা সংগঠিত করেছে বলে তারা দাবি করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
2016-05-11