BRAKING NEWS

রাজ্যে নাচে গানে নানা অনুষ্ঠানে কবি প্রণাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন৷ শ্রদ্ধায় স্মরণে এই দিনটি রাজ্যে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে রবিবার আগরতলায় রবীন্দ্র ভবন প্রাঙ্গনে শিল্পীরা নৃত্য পরিবেশন করছেন৷ নিজস্ব ছবি৷
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে রবিবার আগরতলায় রবীন্দ্র ভবন প্রাঙ্গনে শিল্পীরা নৃত্য পরিবেশন করছেন৷ নিজস্ব ছবি৷

পালিত হল৷ রবিবার রবিঠাকুরের ১৫৬তম জন্ম দিবস৷ এই রাজ্যের সাথে আত্মিক সম্পর্কের স্মরণ করে গোটা রাজ্যেই উৎসাহের মেজাজে পালিত হয় কবিগুরুর জন্মদিন৷
প্রতিবছরের মতো এবারও সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায়, শ্রদ্ধায় সাথে কবিগুরুর জন্ম দিনটি পালন করা হয়৷ এদিন প্রভাতফেরীর মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়৷ কবিগুরুর জন্ম দিবস উপলক্ষ্যে আজ সকালে আগরতলায় রবীন্দ্র কাননে তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠান শুরুর আগে রবীন্দ্র মূর্ত্তির পাদদেশে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতন ভৌমিক, অধিকর্তা শান্তনু দেববর্মণ সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ ও বিশিষ্ট জনেরা কবি মূর্ত্তির পাদদেশে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷ প্রভাতী করি প্রণাম উপলক্ষ্যে আয়োজিত হয় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এতে আগরতলা শহরের বিভিন্ন সাংসৃকতিক সংস্থার শিল্পীরা সমবেত রবীন্দ্র সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন৷
এদিকে, বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ছোট প্রেক্ষাগৃহে আয়োজিত হয় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান ২০১৬৷ এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংসৃকতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতন ভৌমিক৷ সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা ছাড়াও বিদ্যালয় মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তা ড পি কে গোয়েল এবং বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা৷ সভাপতিত্ব করেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব এস কে রাকেশ৷ অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী শ্রী ভৌমিক সহ অন্যান্য অতিথিগণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে মহারাণী তুলসীবতী বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রীরা৷ অনুষ্ঠানের উদ্বোধক রতন ভৌমিক রবীন্দ্রনাথ ঠাকুরকে মানবতার কবি হিসেবে অভিহিত করে বলেন, তিনি আমাদের পথ প্রদর্শক৷ তাঁর জীবন পরিধি অতিবিরাট, অতিব্যাপক৷ তাই তাঁর জীবন বর্ণাঢ্য ও বৈচিত্রময়৷ তিনি শুধু চিন্তাশীল মানুষের জন্যে সাহিত্য সৃষ্টি করেন নি৷ তিনি সমাজে অবহেলিত দরিদ্র মানুষের শোষণ বঞ্চনার বিরুদ্ধেও কলম ধরেছেন৷ এই মানুষগুলির ব্যাথার কথাও ব্যক্ত করেছেন৷ তিনি বলেন, বিশ্বকবির চিন্তা ভাবনাকে সর্বত্র ছড়িয়ে দিতে পারলে দেশ আরও এগিয়ে যেতে পারত৷ কোন হিংসা, বিদ্বেষ, হানাহানী ঘটত না৷ তিনি বলেন, কবিগুরু সকল মাতৃভাষাকে যেমন ভালবাসতেন তেমনি শ্রদ্ধা জানাতেন৷ তাই কবি মাতৃভাষাকে মাতৃদুগ্দের সাথে বর্ণনা করেছেন৷
এদিন মন্ত্রী বলেন, দেশের মধ্যে এই রাজ্য ব্যতিক্রমী৷ রাজ্য সরকার বিভিন্নভাবে কবিগুরুর ধ্যান, জ্ঞান, চিন্তাভাবনাকে সমাজের সকল অংশের মানুষের কাছে পৌঁছে দেবার কাজ চালিয়ে যাচ্ছেন৷ তিনি এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তথ্য ও সংসৃকতি দপ্তরের বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন৷ তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের মধ্যে কবির ভাবনা-চিন্তাকে ছড়িয়ে দিতে হবে৷ এই ভাবনাকে পাথেয় করে আমাদের প্রজন্ম যত এগিয়ে যাবে এই দেশ বা রাজ্য ততই অগ্রসর হবে৷ তার জন্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষানুরাগী সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান৷ সন্মানিত অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা সমাজের সার্বিক কল্যাণে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি আজও আমাদের কাছে প্রাসঙ্গিক৷ সমস্যা থেকেও উত্তরণে পথ একমাত্র রবীন্দ্র ভাবনা৷ তিনি বলেন, কবিগুরু ছিলেন সমস্ত ধরণের চিন্তা ভাবনায় পরিপূর্ণ মানুষ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা৷ স্বাগত ভাষণ দেন বিদ্যালয় মধ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা ড. পি কে গোয়েল৷ অনুষ্ঠান শেষে বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *