শোষণের শৃঙ্খল ভাঙার ও সাম্যবাদী সমাজ গড়তে ডাক দিয়েছিলেন কার্ল মার্কস ঃ গৌতম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ আজ রাজ্যেও কার্ল মার্কসের ১৯৯তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷

বৃহস্পতিবার আগরতলায় কার্ল মার্ক্সর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতির একাংশ৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার আগরতলায় কার্ল মার্ক্সর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতির একাংশ৷ নিজস্ব ছবি৷

শোষণের শৃঙ্খল ভাঙার ও সাম্যবাদী সমাজ গড়ার জন্য মার্কস বিশ্বের শ্রমিক শ্রেণী ও মেহনতী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন বলে জানান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস৷ বৃহস্পতিবার কার্ল মার্কসের ১৯৯ তম জন্মদিবস উদযাপন উপলক্ষ্যে সদর বিভাগীয় কমিটি আয়োজিত এক হল সভায় কার্ল মার্কসের জীবন দর্শন আলোকপাত করে এ কথা বলেন প্রধান বক্তা গৌতম দাস৷
বুধবার গোটা বিশ্ব ও দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল কার্লমার্কসের ১৯৯তম জন্ম দিবস৷ এই উপলক্ষ্যে সিপিএম সদর বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মুক্তধারা প্রেক্ষাগৃহে এক হল সভার আয়োজন করা হয়৷ এই হল সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য গৌতম দাস৷ হল সভায় কার্ল মার্কসের জীবন দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে গৌতম দাস বলেন, কঠিন দারিদ্র্যের মধ্যে থেকেও মানব সমাজের বিকাশের তত্ত্ব ও শ্রমিকদের শোষণ মুক্তির পথ নির্দশনের কাজ করে গেছেন মার্কস৷ এক সময় এঙ্গেলস মার্কসের তত্ত্বের প্রতি সহমত পোষণ করেন এবং মার্কস ও এঙ্গেলস মিলে ১৮৪৭ সালে কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা করেন যা সাম্যবাদী দৃষ্টিভঙ্গীতে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত ছিল৷ ১৮৪৮ সালে মার্কস ও এঙ্গেলস মিলে ঐতিহাসিক কমিউনিস্ট ইস্তেহার প্রকাশ করেন৷ মার্কস শ্রমিক শ্রেণীর মধ্যে আন্তর্জাতিক ভাব জাগিয়ে তোলার জন্য স্লোগান তুলেছিলেন দুনিয়ার শ্রমিক এক হও৷ সিপিএম রাজ্যনেতা গৌতম দাস আরো বলেন যে, শোষণের শৃঙ্খল ভাঙ্গার ও সাম্যবাদী সমাজ গড়ার জন্য কার্ল মার্কস বিশ্বের শ্রমিক শ্রেণীর ও মেহনতী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন৷
সিপিএম সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই হল সভায় সভাপতিত্ব করেন সলীল দেববর্মা৷ হল সভায় অন্যান্যদের মধ্যে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর এবং সিপিএম সদর সহ কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলিও বক্তব্য রাখেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *