মুখে বিষ ঢেলে গৃহবধূ হত্যা সিধাইয়ে অভিযুক্তরা অধরা, ফুঁসছেন বাম নেত্রীরা

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ গৃহবধূ খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না করার বিষয়কে কেন্দ্র করে ক্ষোভে ফঁুসছেন সিধাইয়ের কলকলিয়া গ্রামের লোকজনরা৷ গত ২৭ এপ্রিল সিধাইয়ের কলকলিয়া গ্রামে গৃহবধূ শিপ্রা সূত্রধর খুনের ঘটনায় শাশুড়িকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি৷ পরিকল্পিতভাবে খুন করে ফেলে রাখার পর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে লোক দেখানো মামলা নিলেও অভিযুক্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে৷ এদিকে দোষিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদে সরব হয়েছে বাম নারী সংগঠন৷
গত ২৭ এপ্রিল সিধাই থানাধীন কলকলিয়া গ্রামে গৃহবধূ শিপ্রা সূত্রধর খুন হন৷ তাকে মেরে মুখে বিষ ঢেলে দেওয়া হয়৷ পরে আত্মহত্যার নাটক মঞ্চস্থ করে শ্বশুরবাড়ির লোকজন৷ এমনই অভিযোগ এনে ২৮ এপ্রিল সিধাই থানায় মামলা রুজু করে শিপ্রার বাপের বাড়ির লোকজন৷ অভিযোগ শিপ্রার মৃত্যুর পেছনে সরাসরি জড়িত ছিল তার স্বামী সঞ্জয় সূত্রধর, শাশুড়ি , দেবর তনয় সূত্রধর দাদাশ্বশুর ধীরেন্দ্র সূত্রধর এবং অনল দেব নামে এক যুবক৷ পুলিশ প্রথম দিকে মামলা নিলেও এখন পর্যন্ত শাশুড়ি ছাড়া কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ বাকিরা পলাতক বলে দাবি সিধাই থানার পুলিশের৷ এদিকে শিপ্রার হত্যার পেছনে জড়িত আরো এক অভিযুক্ত অনল দেব এলাকায় ঘুরে বেড়াচ্ছে৷ কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারছে না এলাকাবাসীর অভিযোগ কোন গোপন বোঝাপড়ার কারণেই পুলিশ তাদের জালে তুলতে পারছে না৷
এদিকে ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ নারী নেত্রী উর্মিলা বিশ্বাস জানান দোষীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন গড়ে তোলা হবে৷ এদিকে পুলিশের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পুলিশ ঘটনার সুষ্ট তদন্ত করে ব্যবস্থা নিক এটাই চাইছেন এলাকাবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *