BRAKING NEWS

ন্যাটো সামরিক জোটকে ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া

মস্কো, ৫ মে (হি.স.) : ন্যাটো সামরিক জোটকে ঠেকাতে সীমান্তে নতুন তিন ডিভিশনে সেনা মোতায়েন করবে রাশিয়া| এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু| তিনি আরও বলেন, রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর ক্রমবর্ধমান সেনা মোতায়েন ঠেকাতে মস্কোর প্রতিরক্ষামন্ত্রক ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করেছে| নতুন ডিভিশন এবছরের শেষ নাগাদ গঠন শেষ হবে| গঠন শেষ হলেও তাদেরকে পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হবে বলে জানান তিনি|  রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ সীমান্তের কাছে চলে আসছে ন্যাটোর সামরিক বাহিনী| এই অবস্থায় নিজ নিরাপত্তা রক্ষায় রাশিয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সীমান্তে তিন ডিভিশনে সেনা মোতায়েনে নেমে পড়ল মস্কো|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *