নয়াদিল্লি, ৫ মে (হি.স.): হ্যাক হয়নি আইআরসিটিসি-র ওয়েবসাইট| সম্পূর্ণ সুরক্ষিতই রয়েছে যাত্রীদের যাবতীয় ব্যক্তিগত তথ্য| আইআরসিটিসি-র ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা খারিজ করে জানিয়ে দিলেন সংস্থার মুখপাত্র| ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টু্যরিজম কর্পোরেশন লিমিটেডের জনসংযোগ আধিকারিক সন্দীপ দত্ত জানিয়েছেন, ‘ওয়েবসাইট হ্যাকের কোনও চেষ্টাই হয়নি| তৱু কী ভাবে এই গুজব ছড়াল তা জানতে এক উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে|’
বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় আইআরসিটিসি-র ওয়েবসাইট হ্যাক হয়েছে| এই ওয়েবসাইটের মাধ্যমেই ভারতীয় রেলের টিকিট ৱুকিং-সহ যাবতীয় পরিষেবা অনলাইনে মেলে| দেশের সব থেকে বড় পোর্টাল হ্যাক হওয়ার খবরে চাঞ্চল্য ছড়ায়| আশঙ্কা করা হয়, বহু মানুষের ব্যক্তিগত তথ্য চলে গিয়েছে হ্যাকারদের হাতে| কিন্তু, না এমনটা মোটেই হয়নি| সবটাই আসলে গুজব|
2016-05-05