রাজ্যসভা থেকে শিগগিরই বহিষ্কার মালিয়াকে ঃ এথিক্স কমিটি

vijay mallyaনয়াদিল্লি, ৪ মে (হি.স.): ঋণখেলাপি বিজয় মালিয়াকে মঙ্গলবারই রাজ্যসভার সাংসদ পদ থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল সংসদের উচ্চকক্ষের এথিক্স কমিটি| আর ৱুধবার রাজ্যসভায় সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করলেন কমিটির চেয়ারম্যান করন সিং| রিপোর্টে শিগগিরই এই সুপারিশ কার‌্যকর করার আর্জিও জানানো হয়েছে| কমিটির আশা, এই পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষকে বার্তা দেওয়া যাবে যে দোষী সদস্যদের রেয়াত্ করে না সংসদ|
মঙ্গলবারের এই সুপারিশের আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি পাঠান বিজয় মালিয়া| কিন্তু চিঠিটি স্বাক্ষরিত নয়, সুতরাং পদ্ধতি মানা হয়নি বলে তা গ্রহণ করেননি রাজ্যসভার অধ্যক্ষ হামিদ আনসারি| ৯০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ শোধ না করে ফেরার মালিয়া লন্ডন থেকে লেখেন, তাঁর সুনামকে আর টেনে কাদায় নামাতে দিতে চান না| চলতি পরিস্থিতি এও ৱুঝিয়ে দিচ্ছে, দেশে ফিরলে তিনি ন্যায়বিচার পাবেন না| তাই ইস্তফা দিতে চান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *