ডোনার সচিবের রাজ্য সফর, কোনও প্রকল্প অনুমোদনের জন্য দিল্লী পাঠাতে হবে না, রাজ্যে ডোনার মন্ত্রকের প্রকল্প অনুমোদন বাস্তবায়নে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠিত

DoNERনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ডোনার মন্ত্রকের যে সমস্ত প্রকল্প রাজ্যে চলবে সেগুলিকে আরো দ্রুততার সাথে অনুমোদন এবং বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷ তাতে, ডোনার মন্ত্রকের একজন আধিকারিকও থাকবেন৷ বুধবার মহাকরণে মুখ্যসচিব যশপাল সিং এ বিষয়ে জানান, এখন থেকে ডোনার মন্ত্রকের অধীন কোন প্রজেক্ট অনুমোদনের জন্য দিল্লি পাঠাতে হবে না৷ মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷ তাতে, ডোনার মন্ত্রকের একজন আধিকারিক থাকবেন৷ সংশ্লিষ্ট মন্ত্রকের প্রজেক্ট তৈরি করে রাজ্যেই তার অনুমোদন মিলবে৷ তাতে সময় অনেকটা কম লাগবে৷ মুখ্যসচিব জানান, কোন প্রজেক্ট তৈরি করে জমা দেওয়ার এক বছরের মধ্যেই সমস্ত কিছু চূড়ান্ত হয়ে যাবে৷ মঙ্গলবার ডোনার মন্ত্রকের সচিব নবীন ভর্মা রাজ্য সফরে এলে তাঁর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মুখ্যসচিব জানিয়েছেন৷
এদিন, মুখ্যসচিব আরো জানান, ডোনার মন্ত্রকের যেসমস্ত প্রকল্প রাজ্যে চলছে তার কাজকর্মে ডোনার সচিব সন্তোষ ব্যক্ত করেছেন৷ গতকাল বৈঠকে প্রধান সচিবদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ সকলের সাথে ডোনার সচিব বৈঠক করেছেন৷ এদিকে, গতকাল আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং বোধজংনগর পরিদর্শন করেছেন ডোনার সচিব৷ আজ, উড়ালপুল এবং রবীন্দ্রশতবার্ষিকী ভবন ঘুরে দেখেছেন তিনি৷ মুখ্যসচিব এদিন জানান, ডোনার মন্ত্রকের সচিব উড়াল পুল নির্মাণে নিরাপত্তার বিষয়টি অধিক গুরুত্ব দেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷ উড়ালপুল নির্মাণে সুরক্ষার প্রশ্ণে একটি সংস্থাকে তদারকির করার দায়িত্ব দেওয়া হয়েছে৷ মূলত, সুরক্ষা পদ্ধতিতে অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ এবং গুণমান সম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে কিনা সে সমস্ত বিষয় ঐ সংস্থার তদারকিতে থাকবে৷ সংস্থাটি তার পর্যবেক্ষণ রিপোর্ট সরাসরি পূর্ত দপ্তরকে জমা দেবে৷
এদিকে, মুখ্যসচিব আরো জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবছরের ডোনার মন্ত্রকের দশটি প্রকল্পের অনুমোদন মিলেছে৷ যার মূল্য ৩১৫ কোটি টাকা৷ এছাড়া, ২৯টি প্রকল্প রাজ্যে চলছে৷ যার মূল্য ৩৮৩ কোটি টাকা৷ মুখ্যসচিব জানিয়েছেন, ইতিমধ্যে ৯৬ শতাংশ কাজ সমাপ্ত করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে৷ এর ভিত্তিতে ৩৬৬ কোটি টাকা মিলেছে৷ গতকাল বৈঠকে ডোনার সচিব রাজ্য সরকারকে আশ্বস্ত করেছেন যতগুলি প্রকল্প রাজ্যে চলছে তার বরাদ্দ অর্থের দ্বিতীয় কিস্তি আগামী মে মাসের মধ্যে প্রদান করা হবে৷ মুখ্যসচিব জানিয়েছেন, গতকাল বৈঠকে ডোনার সচিব বিভিন্ন ব্যাঙ্কের পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ ক্ষুদ্র শিল্পপতিদের দক্ষতা বিকাশের পরামর্শ তিনি দিয়েছেন৷ পাশাপাশি ক্ষুদ্র শিল্পপতিরা যাতে স্বরোজগারী হতে পারেন তার জন্য ব্যাঙ্কদের লোন প্রদান সুনিশ্চিত করার জন্য সুপারিশ করেছেন৷
এদিকে, আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণের জমি অধিগ্রহণের ৯৭ কোটি টাকার মধ্যে ৫০কোটি টাকা ডোনার মন্ত্রক প্রদান করবে বলে রাজ্য সরকারকে জানিয়েছেন ডোনার সচিব৷ গতকাল মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব ডোনার সচিবের কাছে অনুরোধ জানিয়েছেন, জমি অধিগ্রহণের একশ শতাংশ ডোনার মন্ত্রককে বহন করার জন্য৷ ডোনার সচিব এবিষয়টি মন্ত্রকের গোচরে নেবেন বলে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে আশ্বাস দিয়েছেন৷
এদিকে, গতকাল বৈঠকে ডোনার সচিবের সাথে ফেনী ব্রিজ নির্মাণ নিয়েও আলোচনা হয়েছে৷ এই ব্রিজ নির্মাণে পুরো অর্থ কেন্দ্রীয় সরকার বহন করবে৷ কেন্দ্রীয় ভূতল সড়ক পরিবহন ও মহা সড়ক মন্ত্রক জমি অধিগ্রহণ বাবদ ১০০ কোটি টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ ২৫ কোটি টাকা প্রদান করবে৷ এই ব্রিজ নির্মাণে দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *