BRAKING NEWS

হোম-ডেলিভারির মাধ্যমে মাদকের ব্যবসা, গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

চেন্নাই, ২৭ এপ্রিল (হি.স.) : হোম-ডেলিভারির মাধ্যমে মাদকের ব্যবসা করার অভিযোগে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করল পুলিশ| রোহন নায়ার নামে ৩৬ বছর বয়সী চেন্নাইয়ের ওই ব্যক্তিকে ৱুধবার গ্রেফতার করেছে পুলিশ| তার ফ্ল্যাট থেকে কুরিয়ার সংক্রান্ত নথিপত্র এবং এল এস ডি জাতীয় মাদক উদ্ধার করা হয়েছে|
পুলিসের ঝামেলা এড়াতে নামী কুরিয়ার সংস্থার মাধ্যমে মাদক পৌঁছে দেওয়া হচ্ছিল নেশাগ্রস্তদের হাতে| অভিনব পদ্ধতিতে এই ব্যবসা চলছিল চেন্নাইতে| তবে সবচেয়ে অবাক করে দেওয়ার মতো তথ্য, এই ব্যবসার চাঁই কোনও দাগী অপরাধী নয়| এর নেপথ্যে চেন্নাইয়ের একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী| চেন্নাই পুলিশ জানিয়েছে মাসে ৫০,০০০ টাকা বেতন পেলেও নিজের আয় নিয়ে সন্তুষ্ট ছিল না এই তথ্যপ্রযুক্তি কর্মী| অতিরিক্ত রোজগারের জন্যই মাদক ব্যবসায় নেমেছিল রোহন|
ভুয়ো পরিচয় দিয়ে সে কুরিয়ারের মাধ্যমে মাদক পৌঁছে দিত ক্রেতাদের কাছে| এল এস ডি ছাড়াও কোকেনও সরবরাহ করত সে| ডাকবিভাগের এক কর্মীর কাছ থেকে কিছু ডাকটিকিট জোগার করেছিল সে| কুরিয়ার ছাড়াও সেই ডাকটিকিটের মাধ্যমে কলেজপড়ুয়াদের কাছে মাদক সরবরাহ করত রোহন| ব্লটিং পেপারে আঠা লাগিয়ে তার ওপরে মাদক সেঁটে দিত সে| ফলে কুরিয়ারকর্মীরাও কখনও ৱুঝতে পারেননি যে, তাঁদের মাধ্যমে মাদক পাচার চলছে|
কিছুদিন আগে মাদক রাখার অভিযোগে রাহুল সুব্রহ্মনিয়ম নামে এক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করেছিল পুলিশ| তাকে জেরা করেই রোহনের খোঁজ পাওয়া যায়| ক্রেতা সেজে রোহনের সঙ্গে যোগাযোগ করলে ফাঁদে পা দেয় সে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *