BRAKING NEWS

আলোচনার কেন্দ্রবিন্দুতে কাশ্মীর, দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-পাক বিদেশ সচিব

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): ভারত ও পাকিস্তানের মধ্যে বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল কাশ্মীর| মঙ্গলবার সাউথব্লকে দুই দেশের সচিব স্তরের আলোচনার শেষে এমনটাই জানালেন পাকিস্তানের বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরী| টুইট করে বৈঠকের কথা স্বীকার করল ভারতও| এদিন সাউথ ব্লকে হার্ট অফ এশিয়া বৈঠকের আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতির লক্ষ্যে আলোচনায় বসেন দুই দেশের বিদেশ সচিব| বৈঠক শেষে পাক বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরী জানিয়েছেন, ‘রাষ্ট্রসঙ্ঘের নিদান মেনে কাশ্মীর সম্পর্কে যথার্থ সমাধান প্রয়োজন| আলোচনায় দ্বিপাক্ষিক প্রেক্ষিতে মত আদানপ্রদানের সুযোগ পাওয়া গিয়েছে|’
সচিব স্তরের এই দ্বিপাক্ষিক বৈঠকের কথা টুইট করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ বরূপ জানিয়েছেন, ‘পাক বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ভারতের বিদেশ সচিব|’ মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তজার্তিক বিমানবন্দরে পাক বিদেশ সচিবকে স্বাগত জানান পাক হাই কমিশনার আব্দুল বসিত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *