নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ রেগা প্রকল্পে কমেনি বরাদ্দ৷ বরং আগামী সেপ্ঢেম্বর মাসে আরও বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে৷ শনিবার মহাকরণে গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া জানিয়েছেন, চলতি অর্থ বছরের জন্য লেবার বাজেটে রেগা প্রকল্পে কেন্দ্রীয় শেয়ারে ১৩০০ কোটি টাকা এবং রাজ্যের শেয়ারে এর ১০ শতাংশ অর্থাৎ ১৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ তাতে মোট ১৪৩০ কোটি এমজিএনরেগা প্রকল্পে বরাদ্দ করা হয়েছে রাজ্যের জন্য৷ গত অর্থ বছরেও রাজ্য ১৪৩০ কোটি টাকা বরাদ্দ পেয়েছিল৷ তবে, আগামী সেপ্ঢেম্বর মাসে পর্যালোচনা বৈঠকে রেগা প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমান বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে তা জানিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী৷ তবে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, রাজ্যের দাবি মোতাবেক রেগা শ্রমিকদের বৃদ্ধি করেনি কেন্দ্রীয় সরকার৷
এদিন, তিনি আরো জানিয়েছেন, চলতি অর্থ বছরে এখন পর্যন্ত ৪০ কোটি টাকা রেগার মজুরী বাবদ এবং ২০ কোটি টাকা উপাদান খাতে অর্থ মিলেছে৷ গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, রেগা প্রকল্পে চলতি অর্থ বছরে বরাদ্দ অর্থ গত বছরের তুলনায় কম নয় ঠিকই৷ এমনকি আগামী সেপ্ঢেম্বর তা বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ কিন্তু রেগা শ্রমিকদের মজুরী বৃদ্ধি নিয়ে রাজ্যের দাবিতে তেমন একটা ইতিবাচক সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার৷ চলতি অর্থ বছরে রেগা শ্রমিকদের মজুরী মাত্র পাঁচ টাকা বৃদ্ধি করেছে৷ তাতে রেগা শ্রমিকদের মজুরী এখন থেকে ১৭২ টাকা৷ রাজ্য দাবী জানিয়েছিল, রেগা শ্রমিকদের মজুরী ২৭২ টাকা করার জন্য৷ কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে কোন সাড়া দেয়নি৷ তবে, সেপ্ঢম্বরে পর্যালোচনা বৈঠকে পুণরায় রাজ্যের তরফে রেগা শ্রমিকদের মজুরীর বৃদ্ধির দাবি পেশ করা হবে৷ এমনকি খুব শীঘ্রই, বিরোধী দলনেতা সহ দপ্তরের আধিকারীককে নিয়ে তিনি দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের তরফে রেগা শ্রমিকদের মজুরী বৃদ্ধির প্রস্তাব রাখা হবে৷
এদিন, তিনি আরো জানিয়েছেন, রেগায় শ্রমদিবস সৃষ্টিতে ফের দেশের সেরার স্থান অর্জন করেছে ত্রিপুরা৷ ২০১৫-১৬ অর্থ বছরে ত্রিপুরায় গড়ে কাজ হয়েছে ৯৪৪৬ শতাংশ৷ গ্রামোন্নয়ন মন্ত্রী জানান, সময়ের কাজ সময়ে শেষ করার ক্ষেত্রেও ত্রিপুরা দারুণ অবস্থানে আছে৷ রাজ্যে ঠিক সময়ে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বাকি ১০ শতাংশ কাজের অধিকাংশ সেতু, বক্স কালভার্ট৷
এদিন, তিনি রেগা প্রকল্পে অর্থ বরাদ্দের বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন, প্রতিবছরই প্রাথমিকভাবে যে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে৷ পরবর্তী সময়ে পর্যালোচনা করে প্রয়োজন হলে বরাদ্দ বাড়ানো হয়৷ গত বছরও এমনটা হয়েছে৷ এবছরও সেপ্ঢেম্বর মাসে মধ্যবর্তী পর্যালোচনার পর অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে গ্রামোন্নয়ন মন্ত্রক আশ্বাস দিয়েছে বলে জানান তিনি৷ তাতে, আগামী সেপ্ঢেম্বরে চলতি অর্থ বছরে রেগা প্রকল্পে যে পরিমান অর্থ বরাদ্দ করা হয়েছে, তা মধ্যবর্তী পর্যালোচনায় বাড়তে পারে বলেও সম্ভাবনা রয়েছে৷ তবে, বরাদ্দ বাড়বে বলে নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে বলে জানান তিনি৷
2016-04-24