BRAKING NEWS

পৃথক স্থানে দুটি ধর্ষণের মামলা, ফের রাজ্যে নারীদের নিরাপত্তা প্রশ্ণের মুখে, কাঠগড়ায় সরকার

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ ফের রাজ্যে নারীরা অসুরক্ষিত৷ একই দিনে পৃথক স্থানে দুটি ধর্ষণের ঘটনায় রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ আর তাতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল রাজ্য সরকারকেই দোষারোপ করছে৷ বিজেপি, আইএনপিটি নেতৃবৃন্দরা রাজ্যে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে৷
জানা গেছে, অমরপুরে এবং সাব্রুমে ধর্ষণের ঘটনা ঘটেছে৷ অমরপুরে নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছেন৷ তবে, সাব্রুমে বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে ধর্ষণের মামলা থানায় লিপিবদ্ধ করা হয়েছে৷
জানা গেছে, অমরপুরের মালবাসার গলাকাটা এলাকায় জনৈকা উপজাতি নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছেন৷ বুধবার রাতভর তিন যুবক ঐ উপজাতি নাবালিকাকে গণধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়৷ তবে, বৃহস্পতিবার সকালে অভিযুক্তদের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা৷ জানা গেছে, বুধবার সন্ধ্যায় ঐ উপজাতি নাবালিকা বাড়ি ফেরার পথে তার রাস্তা আটকায় তিন যুবক৷ রাজা দেববর্মা, লক্ষণ দেববর্মা ও পিনাকি দেববর্মা তিনজনে মিলে বলপূর্বক ঐ নাবালিকাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে রাতভর ঐ নাবালিকাকে তিন যুবক মিলে গণধর্ষণ করে৷ এক সময় মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে ঐ তিন যুবক নাবালিকাটিকে জঙ্গলে ফেলে রেখেই পালিয়ে যায়৷ জ্ঞান ফিরলে কোনক্রমে নাবালিকাটি বাড়ি ফেরে৷ বাড়িতে ফিরে তার বাবা-মাকে সমস্ত ঘটনা জানালে ঐ তিন ধর্ষকের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়৷ জানা গেছে, এখনো পর্যন্ত কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷ উপজাতি নাবালিকা গণধর্ষণের ঘটনায় অমরপুর জুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
এদিকে, প্রতিবেশী এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাসের অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে৷ এই ঘটনায় অভিযুক্ত যুবক রঞ্জিত ত্রিপুরার বিরুদ্ধে সাব্রুম থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি৷ পুলিশ জানিয়েছে পুরো ঘটনা তদন্ত করার পরই রঞ্জিত ত্রিপুরার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে৷ জানা গেছে, দীর্ঘদিন ধরেই রঞ্জিতের সাথে ঐ যুবতীর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে৷ সে সুবাদে ঐ যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রঞ্জিত ত্রিপুরা সহবাস করেছে বলে অভিযোগ৷ আর তাতে ঐ যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে৷ এরপরই যুবতীর পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারে৷ আর তখনই ঐ যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *