BRAKING NEWS

রাজ্যের অডিটে আস্থা নেই উচ্চ আদালতের, রেগা প্রকল্পের অডিটের জন্য দুই তিনটি সংস্থার নাম সুপারিশ করতে সিএজি’কে নির্দেশ

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ রাজ্যের অডিট রিপোর্টে আস্থা নেই উচ্চ আদালতের৷ তাই রেগা প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তা খোঁজে বের করার জন্য সিএজি’কে (কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া) রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে অনুরোধ জানানো হবে দুই-তিনটি সংস্থার নাম সুপারিশ করার জন্য যাদের দিয়ে পুনরায় অডিট করা সম্ভব হয়৷ ঐ সংস্থা দিয়ে রাজ্যের রেগা প্রকল্পের শুরু থেকে সমস্ত কাজকর্মের অডিট করে সেই রিপোর্টের ভিত্তিতেই এই প্রকল্পে দুর্নীতি নিয়ে সিবিআই আবেদন করে যে জনস্বার্থ মামলা হয়েছে তার রায় ঘোষণা করা হবে৷ মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলায় শুনানিতে মুখ্যবিচারপতি দীপক কুমার গুপ্তা এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন৷
প্রসঙ্গত উল্লেখ্য, রেগা প্রকল্পে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের আবেদন করে উচ্চ আদালতে দুটি জনস্বার্থ মামলা হয়েছে৷ মঙ্গলবার এই মামলার শুনানি শেষে আবেদনকারীর পক্ষে বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন, উচচ আদালত রেগা প্রকল্পে রাজ্যের অডিট রিপোর্টে কোন আস্থা নেই বলে মন্তব্য করেছে৷ কেন্দ্রীয় অডিট দপ্তরকে তথা সিএজিকে উচ্চ আদালত রেগা প্রকল্পে রাজ্যে অডিট করার জন্য অনুরোধ জানিয়েছিল৷ কিন্তু সিএজি তাদের অক্ষমতা তুলে ধরে রেগা প্রকল্পে রাজ্যে অডিট করা সম্ভব নয় বলে উচচ আদালতকে জানিয়েছে৷ ফলে, এদিন শুনানিতে মুখ্যবিচারপতি উচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সিএজিকে দুই/তিনটি সংস্থার নাম সুপারিশ করার জন্য যাদের দিয়ে রাজ্যে রেগা প্রকল্পের পুনরায় অডিট করানো সম্ভব হয়৷ এই রিপোর্টের ভিত্তিতেই মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করা হবে৷ আগামী ২৭ জুন পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে৷
এদিন, বরিষ্ঠ আইনজীবী শ্রীদত্ত চৌধুরী জানিয়েছেন, আদালত চাইছে রেগা প্রকল্পে রাজ্যে আদৌ দুর্নীতি হয়েছে কিনা৷ সম্পূর্ণ নিশ্চিত হয়েই আদালত রায় ঘোষণা করবে৷ এদিন তিনি বলেন, প্রথমে বিশালগড় এবং পরবর্তী সময়ে রূপাইছড়ি সহ বেশ কয়েকটি ব্লকের দুর্নীতির তথ্য আদালতে পেশ করা হয়েছে৷ বিশালগড়ের ক্ষেত্রে মামলা হলেও রূপাইছড়ি এবং অন্যান্য ব্লকের ক্ষেত্রে কোন মামলা হয়নি৷ এদিন, শ্রীদত্ত চৌধুরী বলেন, রাজ্য গ্রামোন্নয়ন দপ্তর হলফনামা দিয়ে আদালতে স্বীকার করেছে বিভিন্ন ব্লকে দুর্নীতি হয়েছে৷ এমনকি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকও রাজ্যে রেগা প্রকল্পে অনিয়ম নিয়ে উচ্চ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে৷ কিন্তু সিএজি রাজ্যে রেগা প্রকল্পে অডিট করা নিয়ে তাদের অক্ষমতা প্রকাশ করায় অন্য কোন সংস্থাকে দিয়ে অডিটের মাধ্যমে অনিয়ম এবং দুর্নীতির বিষয়টি নিশ্চিত হতে চাইছে উচ্চ আদালত৷ শ্রীদত্ত চৌধুরী বলেন, উচ্চ আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে৷ শীঘ্রই এই মামলায় চূড়ান্ত রায় ঘোষণা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *