BRAKING NEWS

শরিয়া মেনে চলা মুসলিমরা চাইলে দেশে পাততাড়ি গুটোতে পারেন : যোগী আদিত্যনাথ

yogi adityanathবালিয়া, ১৮ এপ্রিল (হি.স.): চাইলে ভারতীয় মুসলিমরা শরিয়া মেনে চলা দেশে পাততাড়ি গুটোতে পারেন। একটি মামলা নিয়ে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের অবস্থানের সমালোচনা করে একথা বললেন  বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। তিনি বলেন, এ দেশে থাকতে হলে সংবিধান ও আইনের শাসন মেনে চলতে হবে, শরিয়া মোতাবেক নয়।  শরিয়ার বহু বিবাহ প্রথা, তিন তালাক ও নিকাহ হালালের বিরুদ্ধে দায়ের হওয়া এক মামলায় কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এতে তীব্র আপত্তি করেছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। তাদের অভিযোগ, এভাবে আদালতের মাধ্যমে সরকার শরিয়া আইনে নাক গলাতে চায়। তার প্রেক্ষিতেই আদিত্যনাথের এই মন্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *