নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ফায়ারম্যান নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় কেলেঙ্কারীর অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা৷ পরনো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে নিয়োগ করার দাবি তুলেছেন তারা৷ এরপরও যদি দুর্নীতি হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের সিনিয়র ভলান্টিয়াররা৷
ফায়ারম্যান নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় কেলেঙ্কারীর অভিযোগ তুলল সিভিল ডিফেন্স এর প্রশিক্ষণপ্রাপ্ত সিনিয়র ভলান্টিয়াররা৷ সম্প্রতি ৩৮৪ জন ফায়ারম্যান নিয়োগ করা হয়৷ এই নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃতি বেকাররা আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সিনিয়র ভলান্টিয়ার জাকির হুসেন জানান৷ এই নিয়োগে কেলেঙ্কারী হয়েছে৷ প্রকৃতরা বঞ্চনার শিকার হয়েছে৷ যারা কোনদিন মাঠে ঘাটে জাননি তারাই পেয়েছেন ফায়ারম্যান পদের অফার৷ তিনি আরও জানান সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের পাঁচ শতাংশ সংরক্ষণ ছিল৷ বর্তমানে তা কমিয়ে দুই শতাংশ করা হয়েছে৷ যার ফলে সিনিয়ররা সমস্ত দক্ষতা থাকা সত্বেও বঞ্চিত৷ সিভিল ডিফেন্সের ৫১ জন ভলান্টিয়ারদের মধ্যে ১৪ জন সিনিয়র কর্মপ্রার্থী ছিলেন৷ কিন্তু কারোর ভাগ্যে জুটেনি অফার৷ চাকুনী না পেয়ে সম্প্রতি সিনিয়র সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা জেলা শাসক, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এমনকি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও কেথাও থেকে সদুত্তর পাওয়া যায়নি৷
2016-04-18