নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া, ১৭ এপ্রিল৷৷ রাণীরবাজারের নলগড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে রাজ্য পুলিশের বোমস্কোয়ার্ডের এক কর্মীর৷ মৃতের নাম প্রদীপ দেবনাথ৷ তার মৃত্যুতে এলাকায় এবং সহকর্মী পুলিশ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ আজ ছিল রাজ্য পুলিশে কর্মরত পুলিশ কর্মী বোম স্কোয়ার্ডে কর্মরত প্রদীপ দেবনাথের বাবার বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান৷ প্রদীপ বাবুর বাড়ি রাণীর বাজারের নলগড়িয়া এলাকায়৷ নিজ ঘরেই একটি জিআই তার ছিল৷ সে তারে বিদ্যুৎ সংযোগ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রদীপ দেবনাথের৷ তাকে রাণীরবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ বোমস্কোয়ার্ডের কর্মী প্রদীপ দেবনাথের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংবাদ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ সহকর্মী পুলিশ মহলও শোকস্তব্ধ৷
এদিকে তিনমাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সহ পরিবারের লোকজন প্রদীপবাবুর মৃত্যুতে শোকে মুহ্ণমান৷ পুলিশ ও বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনার তদন্ত শুরু করেছে৷
তেলিয়ামুড়ার দক্ষিণ গকুলনগর এডিসি ভিলেজের তুইংমা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর দুজন গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ গকুলনগরের তুইংমা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত মহিলার নাম নিরুপতি দেববর্মা৷ স্বামীর নাম নীলমণি দেববর্মা৷ তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন বিদ্যুৎস্পৃ,ট হয়েছেন৷ তারা হলেন মৃতার নাতিন রেশমি দেববর্মা৷ দিদা নাতনিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ য়ে আরো এক প্রতিবেশী মহিলা৷ তার নাম রুবিনা দেববর্মা৷ তাদের তিনজনকেই এলাকাবাসী উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা নিরুপতি দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন৷ জানা যায়, মহিলা বাড়ির পাশেই গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু ও দুজন জখম হয়েছেন৷ জমিতে বিদ্যুৎ পরিবাহী তার পড়ে রয়েছিল৷ তারটি না দেখার ফলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
2016-04-18