BRAKING NEWS

এবার ভূমিকম্পে কাঁপল ইকুয়েডর, নিহত ৭৭জন

earthquakeকুইটো, ১৭ এপ্রিল (হি.স.) : মায়ানমার, জাপানের পর এবার ইকুয়েডর| চার দিনে তৃতীয়বার জোরেসোরে কেঁপে উঠল মেদিনী| রবিবার ভোরে (স্থানীয় সময় শনিবার সন্ধে ৭টা নাগাদ ) প্রবল ভূমিকম্পে কাঁপল ইকুয়েডরের উত্তর-পশ্চিম অংশ| দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে| এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয়শতে| ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ার আশঙ্কা| ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা| ভেঙে পড়েছে ঘরবাড়ি| জারি হয়েছে সুনামি সতর্কতা| ভূমিকম্পের পর দেশটির ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি রয়েছে|
মার্কিন ভূ-তাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) জানায়, শক্তিশালী ভূমিকম্পটির উপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর মুইসিন থেকে ২৭ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে| এ ভূমিকম্পের কিছুক্ষণ পর আরও দুটি কম্পন অনুভূত হয়| সমুদ্র তীরবর্তী গুয়াইয়াকুইল শহর এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি| একটি সেতু ভেঙে পড়েছে ইকুয়েডরের সবচেয়ে জনবহুল এই শহরে| মান্তায় ভেঙেছে বিমানবন্দরের টাওয়ার| গুয়াইয়াকুইল ছাড়াও বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে পোর্তোভিয়েজো, মান্তা, গুয়াইয়াসে| ক্ষতি হয়েছে রাজধানী কিউটোরও| ভেঙে পড়েছে প্রচুর ঘরবাড়ি|
দেশের সমুদ্র উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে ইকুয়েডর সরকার| সুনামি সতর্কতা জারি হয়েছে প্রতিবেশী পেরুতেও| তবে, ঘণ্টা দুয়েক পর সরকারের তরফ থেকে জানানো হয়, সুনামির আশঙ্কা অনেকখানিই কেটে গেছে| অবশ্য দেশজুড়ে উদ্ধার তত্পরতা শুরু করেছে জাতীয় দুর‌্যোগ মোকাবেলা বাহিনী| বিশ্বের বড় ভূমিকম্পগুলোর একটি ঘটেছে এই ইকুয়েডরেই| গত ১৩ জানুয়ারি ১৯০৬ সালে ৮.৮ মাত্রার ভূকম্পন হয় এখানে| ইকুয়েডর ও কলম্বিয়ার সমুদ্র উপকূলে সৃষ্ট এই সুনামিতে মারা যান পাঁচ শতাধিক মানুষ| আহত হন আরও দেড় হাজার| মধ্য আমেরিকা ও সানফ্রান্সিসকোতেও অনুভূত হয় এই ভূমিকম্প| যার প্রভাবে হাওয়াইয়ের নদীগুলো প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *