৪৭ হাজার টাকায় মার্ক জুকেরবার্গকে নিজের তৈরি ডোমেন বিক্রি করলেন ভারতীয় ছাত্র

zukerbergকোচি, ১৭ এপ্রিল (হি.স.) :  মার্ক জুকেরবার্গকে নিজের তৈরি ডোমেন বিক্রি করলেন কোচির এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ৭০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকা) -এ নিজের শিশুর নামে ভারতীয় ছাত্রের তৈরি ডোমেনটি কিনে নিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা জুকেরবার্গ ।ঘটনায় প্রকাশ, ফেসবুক প্রতিষ্ঠাতা জুকেরবার্গের কন্যা ম্যাক্সিম জন্মানোর পর, ছোট্ট শিশুর নামে ভারতে একটি ডোমেন খোলেন অমল অগাস্টিন নামে ওই ছাত্র। ডোমেনের নাম রাখেন ম্যাক্সচ্যানজুকেরবার্গ ডট কম।সম্প্রতি, গোড্যাডি নামে একটি ডোমেন কেনাবেচার সংস্থার তরফে অমলের সঙ্গে যোগাযোগ করা হয়। ম্যাক্সিম চ্যান জুকেরবার্গের নামে যে ডোমেন খুলেছেন অমল, তা তিনি বিক্রি করতে ইচ্ছুক কি না, জানতে চাওয়া হয়।অমল জবাবে হ্যাঁ বলেন। তবে ডোমেনের রেজিস্ট্রেশন হস্তান্তরের বদলে তিনি ৭০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকা) দর ধার্য করেন। অমল জানান, এরপর খোদ ফেসবুক থেকে তাঁকে ই-মেল করা হয়। সেখানে ওই চুক্তিতে তারা সিলমোহর দেয়।কম্পিউটারের পরিভাষায়, অন্য কোনও ব্যক্তি বা সংস্থা/ব্র্যান্ডের নামে থাকা ট্রেডমার্কের নামানুসারে ডোমেন তৈরী করাকে বলা হয় সাইবারস্ক্যোয়াটিং। একজন সাইবারস্ক্যোয়াটার প্রথমে ডোমেন তৈরি করে পরে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে (যাঁর নামে তৈরী করা) বিক্রি করেন।ভারতীয় সাইবার আইন অনুসারে, সাইবারস্ক্যোয়াটিং অবৈধ বা অপরাধ নয়। অতীতেও বহু সাইবারস্ক্যোয়াটার এমন ডোমেন তৈরি করেছেন। যেমন সলমন খানের নামেও এধরনের ডোমেন তৈরি হয়েছিল। যদিও আইনজ্ঞরা জানিয়েছেন, এটা দেওয়ানি অধিকার লঙ্ঘনের সামিল।