নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর কামান চৌমুহনী এলাকা৷ আজ সকালে স্ট্যাট ব্যাঙ্কের একটি এটিএম কাউন্টারে আচমকাই আগুন ধরে যায়৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে কিভাবে আগুন লেগেছে এর কারণ এখনও জানা যায় নি৷ ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাথমিক ধারনা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঐ এলাকায়৷
2016-04-17