BRAKING NEWS

বরাদ্দকৃত ছয় কোটি টাকা বেহদিশ, নেই জল-বিদ্যুৎ, দপ্তরের উদাসীনতার প্রতিবাদে ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য তালা দিল সুকলে

School locke pic1নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ এপ্রিল৷৷ ক্ষোভের আগুন জ্বলছে ছাত্রছাত্রীদের মধ্যে৷ রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের চরম গাফিলতি ও খামখেয়ালিপনায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ করল ছাত্রছাত্রী৷ ঘটনা উত্তরজেলার কদমতলা ব্লকাধীন বাঘন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে৷ ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা চালুর প্রথম ধাপের  তালিকায় থাকা বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়৷ কিন্তু আজ পর্যন্ত ছাত্রছাত্রীদের আন্দোলন ছাড়া সুকলের কোন কাজ হয়নি৷ বারবার সুকলের ছাত্রছাত্রী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে ক্লান্ত৷  উল্লেখযোগ্য যে, গত ০৮-০৯-১৫ইং তারিখে কদমতলা ব্লকের বিডিও সুভাষ আচার্যের নিকট ছাত্রছাত্রী একটি দাবিদাওয়া ভিত্তিক  দরখাস্ত প্রদান  করে৷ কিন্তু বিডিওবাবুর কোন সাড়া না পেয়ে বাঘন সুকলের তিনশো ছাত্রছাত্রী ২২-০৯-১৫ ইং তারিখে  দশ দফা দাবি দাওয়া নিয়ে বিডিও সুভাষ আচার্য্যের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়৷ দাবি সমূহ বিদ্যালয়ের বিজ্ঞান ও কম্পিউটার ভবনের কাজ অসমাপ্তি৷ তা সম্পূর্ণ করতে হবে, কয়েক বছর গত হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার বরাদ্দকৃত ৬ কোটি টাকার ঘর কোথায় তার অবস্থা কি তার তথ্য প্রদান করতে হবে, বিদ্যালয়ে শৌচালয় থাকা সত্ত্বেও সেখানে কোন জলের ব্যবস্থা নেই তাতে মেয়েদের অত্যন্ত শোচনীয়  অবস্থা তা অতি সত্ত্বর  যত্ন সহকারে অগ্রাধিকার দিয়ে দিতে হবে৷ তাছাড়া বিদ্যালয়ের সম্মুখে রাস্তায় কোন স্পিড ব্রেকার নেই, বিদ্যালয়ের মাঠ সংস্কারের অভাবে দিন দিন বেদখল হচ্ছে, বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা, বিদ্যালয়ের  ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে৷ তাছাড়া বিদ্যালয়ের বিদ্যুৎ এবং পানীয় জলের সুবন্দোবস্ত করে দিতে হবে ছাত্রছাত্রীদের ডেপুটেশানের পর মাননীয় বিডিওবাবু উনার মিথ্যার ঝুড়ি খুলে বলেছিলেন ৩১-১২-১৫ ইং তারিখের মধ্যে  তাদের দাবি দাওয়া পূরণ করে দেবেন৷ কিন্তু সাত মাস অতিবাহিত হলেও ছাত্রছাত্রীদের দশটি দাবি দাওয়ার মধ্যে একট্যি পূরণ হয়নি৷ অবশেষে সুকলের এগারশো ছাত্রছাত্রী আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য সুকলে তালা ঝুলিয়ে সুকল বন্ধ করে দেয়৷ ফলে শিক্ষক শিক্ষিকা সুকলের গেইট থেকে ফিরে যান৷ ক্ষুব্ধ  ছাত্রছাত্রীদের সারাদিনব্যাপী আন্দোলনের পরও শিক্ষা দপ্তরের কোন আধিকারিকও মাননীয় বিডিওবাবু ঘটনাস্থলে আসেননি৷ এদিকে ক্ষুব্ধ ছাত্রছাত্রী সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে তাদের ক্ষোভ উগড়ে দিয়ে বলে সুকলের প্রধান শিক্ষক মতিরঞ্জন নমশূদ্রর গাফিলতির কারণে তাদের আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং আন্দোলন করতে হচ্ছে৷ অপরদিকে ছাত্রছাত্রীরা আরো বলে কেন্দ্রীয় সরকার বরাদ্দকৃত ৬ কোটি টাকার ঘরের কথা বিডিও সুভাষ আচার্য অস্বীকার করে বলেন৷  এটা নাকি ভূয়ো তথ্য৷ সম্প্রতিকালে প্রধান শিক্ষক মতিরঞ্জন নমশূদ্র ছাত্রছাত্রীদের কাছে শিকার করেছেন আগরতলার শিক্ষাদপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা বলেছেন ৬ কোটি টাকা  বরাদ্দকৃত ঘরের কাজ খুব শীঘ্রই শুরু হবে৷ তবে ছাত্রছাত্রীদের দাবি ৬ কোটি টাকা বরাদ্দকৃত ঘর অন্যান্য সুকলে নির্মাণ হয়ে গিয়েছে৷ পাশাপাশি ছাত্রছাত্রীরা হুঙ্কার দিয়ে বলে যদি শীঘ্রই প্রশাসন তাদের দাবিদাওয়া পূরণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷ আর ততদিন বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে৷ এদিকে, সংবাদকর্মীর ঘটনাস্থলে যাবার খবর পেয়ে সুকলের সামনে থেকে শিক্ষক শিক্ষিকারা পালিয়ে যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *