BRAKING NEWS

এবার জিন্স পরলে একঘরে করার ফতোয়া উত্তরপ্রদেশের বাউলি গ্রাম পঞ্চায়েতের

লখনউ, ১১ এপ্রিল (হি.স.) : এবার জিন্স পরলে একঘরে করার ফতোয়া জারি করল উত্তরপ্রদেশের বাউলি গ্রাম পঞ্চায়েত| এই গ্রামে জিন্স বা আঁটোসাঁটো পোশাক পরলে এই শাস্তি পেতে হবে| গ্রাম প্রধানের স্বামী ওমবীর জানান, মেয়েদের জিন্স বা টাইট পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাউলির গ্রাম পঞ্চায়েত| যদি কোনও মেয়ে জিন্স বা আঁটোসাঁটো পোশাক পড়েন, তাহলে তাঁর পরিবারকে বয়কট করা হবে| জিন্সের উপর ফতোয়া জারি করলেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিদ্ধান্তও নিয়েছে পঞ্চায়েত| এমনকি পণ নেওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে| কোনও ভাবেই পাত্রীপক্ষের কাছ থেকে পণ নেওয়া যাবে না বলে পঞ্চায়েতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে| পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে বাজানো যাবে না ডিজে| এখনেই শেষ নয়, কন্যাভ্রূণ হত্যার বিরোধিতা করেও ফতোয়া জারি করেছে পঞ্চায়েত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *