নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ এপ্রিল৷৷ এক রহস্যময় আগুনে অগ্ণিদগ্দ ৬৫ বছরের বৃদ্ধ কৃষক৷ নিজ ঘরের বিছানায় অগ্ণিদগ্দ হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের কমলনগর গ্রামে বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টা ত্রিশ মিনিট নাগাদ এই ঘটনা৷ জানা যায়, ঐ এলাকার বৃদ্ধ কৃষক দীর্ঘদিন ধরেই রোগগ্রস্ত ছিল৷ গতকালই বিকেলে ১৫দিন জিবিতে চিকিৎসারত অবস্থায় থেকে বাড়িতে আসেন৷ সন্ধ্যায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বৃদ্ধার ঝগড়া হয় মারধরের মত ঘটনাও ঘটে৷ প্রায় নয়টা ত্রিশ মিনিট নাগাদ হঠাৎ ঘরের চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকজন বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে৷ এক বৃদ্ধকে আগুনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে৷ খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল বাহিনী ঘটনাস্থলে এসে বৃদ্ধকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা খারাপ বুঝে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিতে রেফা করে দেন৷ বৃদ্ধের নাম সুরেশ দাস৷ বৃদ্ধার স্ত্রী জানায়, সে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, যার কারণে কিছুদিন যাবৎ মানসিক বিকারগ্রস্ত হয়ে আছে৷ যা নিয়ে সংসারে ঝামেলা চলছিল৷ আগুনের ব্যাপারে বলতে গিয়ে বলেন ইলেকট্রিক পাখা থেকে এই আগুন লাগে৷ তবে পাখা থেকে যদি আগুন লাগত তাহলে শরীরের অন্যান্য অংশেও আগুন লাগত শুধু মাথায় কেন? ঘরের অন্যান্য জিনিসেও আগুন ধরে যায় অল্পেতে রক্ষা পায় বাড়িটি৷ তবে এই আগুন লাগার রহস্য বের হবে পুলিশি তদন্তে৷ ঘটনার দুঘন্টা কেটে গেলেও পুলিশের দেখা মেলেনি ঘটনাস্থলে৷ তবে চিকিৎসক জাায় বৃদ্ধার শরীরের ১৮ শতাংশ আগুনে পুড়ে যায়৷
2016-04-09