নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ ‘ত্রিপুরেশ্বরী শক্তি এক্সপ্রেস’ দিয়ে রাজ্যবাসী ব্রডগেজের রেল ভ্রমণের আনন্দ উপভোগ করবেন৷ সূত্রের খবর, বাংলা নববর্ষের ঠিক পরেই আগরতলা থেকে সরাসরি দিল্লীর উদ্দেশ্যে ছুটবে রেল৷ সম্ভবত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুকে সাথে নিয়ে রাজ্য থেকে আনুষ্ঠানিক ভাবে ব্রডগেজে যাত্রীরেল পরিষেবার সূচনা করবেন৷ সূত্র অনুসারে আরও জানা গিয়েছে আগরতলা থেকে শিলচর পর্যন্ত এক্সপ্রেস ট্রেন ঐদিনই শুরু হতে পারে৷ ইতিমধ্যে সেফটি কমিশনার আগরতলা-বদরপুর রুটে ছাড়পত্র দিয়েছেন৷ প্রয়োজনীয় কাগজপত্রও ইতিমধ্যে রেল মন্ত্রকে জমা পড়েছে৷ সুরক্ষা পর্য্যবেক্ষণে আগরতলা-বদরপুর রুটে সেফটি কমিশনরা শৈলেশ কুমার পাঠক ছোটখাট কিছু ত্রুটি পূর্বোত্তর সীমান্ত রেলওয়েকে ধরিয়ে দিয়েছেন৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ঐ সমস্ত ত্রুটি ইতিমধ্যে সারাই করে নেওয়া হয়েছে৷ ফলে, আগরতলা থেকে ব্রডগেজে যাত্রীরেল পরিষেবা শুরু করার ক্ষেত্রে বিশেষ কোন বাধা নেই৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে ভারতীয় রেল মানচিত্রে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবায় যুক্ত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ফলে, আর কয়েকদিনের মধ্যেই রাজ্যবাসী ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার স্বাদ পেতে চলেছেন৷ তবে, এরই সাথে এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি কতগুলি লোক্যাল ট্রেন দেওয়া হবে তা নিয়েও নানা মহলে আলোচনা শুরু হয়েছে৷ রাজ্যের দাবী মিটার গেজে যে সংখ্যক লোক্যাল ট্রেন ছিল, সমসংখ্যক ট্রেন দিতে হবে৷ সূত্রের খবর ‘ত্রিপুরেশ্বরী শক্তি এক্সপ্রেস’ ঘন্টায় ১২০ কিমি বেগে ছুটবে৷
2016-04-09

