BRAKING NEWS

রোগী রেফারের দুষ্ট চক্র জিবিতে, আইএলএস’র পরিষেবায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

CM TLAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ রাজ্যের তথাকথিত বিশ্বমানের হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বুধবার বিধানসভা অধিবেশনে বিরোধী দলের বিধায়করা আইএলএস হাসপাতালে বিপিএল কার্ডধারী রোগীদের রেফার ছাড়া চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার দাবিতে সরব হন৷ এক প্রশ্ণের উত্তরের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ দাবি করে বলেন, জিবি হাসপাতাল থেকে আইএলএস হাসপাতালে রোগী রেফার করার বিষয়ে একটি চক্র কাজ করছে৷ ঐ চক্রটি বেছে বেছে যারা বিপিএল কার্ডধারী নন তাদের রেফারের বন্দোবস্ত করে দিচ্ছে৷ এই চক্রে জিবি হাসপাতালের চিকিৎসকরাও জড়িত রয়েছেন বলে অভিযোগ তুলেন বিরোধী দলনেতা৷ পাশাপাশি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি৷ এই অভিযোগের সত্যতা স্বীকার না করলেও স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী এর তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন৷ তখন বিরোধী দলের বিধায়করা জিবি হাসপাতাল থেকে  আইএলএস হাসপাতালে রোগী রেফার নিয়ে যে নানা অভিযোগ রয়েছে তা তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ তাতে, মুখ্যমন্ত্রী মানিক সরকার আইএলএস হাসপাতালের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বলেন, তাদের কাছ থেকে যেমন পরিষেবা আশা করা হয়েছিল তেমনটা মিলছে না৷ এনিয়ে আইএলএস কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি৷ আলোচনায় জিবি হাসপাতালে যে সমস্ত পরিষেবা উপলব্ধ নয় সেগুলির যাতে আইএলএস হাসপাতালে পরিষেবা মিলে তা সুনিশ্চিত করার জন্যই তাদের রাজ্য সরকার সুলভে জমি বন্দোবস্ত করে দিয়েছে বলে জানানো হয়েছে৷ পাশাপাশি রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে  জিবি হাসপাতালে যে সমস্ত বিভাগের অভাব রয়েছে তা মেটানোর জন্যও তাদের বলা হয়েছে৷ মুখ্যমন্ত্রী এদিন জানান,  কিছু কিছু বিভাগে তারা স্বাস্থ্য পরিষেবা দিতে শুরু করেছে ঠিকই কিন্তু এখনো প্রতিশ্রুতি মোতাবেক কাজ করে উঠতে পারেনি৷ এনিয়ে মুখ্যমন্ত্রী আইএলএস হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান৷ ফলে, তাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গী থাকবেই৷ তবে, রাজ্যের রোগীদের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে আবারও তাদের সাথে আলোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *