BRAKING NEWS

মন্ত্রী বিধায়কদের বেতন-ভাতা বৃদ্ধির বিল বিধানসভায়

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বিধায়কদের বেতন বৃদ্ধির বিল পেশ করা হয়েছে বিধানসভায়৷ বুধবার বিধানসভা অধিবেশনে আইনমন্ত্রী তপন চক্রবর্তী মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, মুখ্যসচেতক এবং বিধায়কদের ভাতা বৃদ্ধির বিল পেশ করেন৷ পূর্বের ভাতার ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷ তাতে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত ৩৪৯৭ লক্ষ টাকা খরচ হবে৷ সংশোধিত বেতন ভাতা মোতাবেক মুখ্যমন্ত্রী ২৬,৩১৫ টাকা, মন্ত্রীগণ ২৫,৮৯০ টাকা, বিধানসভার অধ্যক্ষ ২৫,৮৯০ টাকা, উপাধ্যক্ষ ২৫,২৫৫ টাকা, বিরোধী দলনেতা ২৫,৮৯০ টাকা,  মুখ্যসচেতক ২৫,৮৯০ টাকা এবং রাজ্য বিধানসভার সদস্যরা ২৪,২০১ টাকা করে পাবেন৷ প্রাক্তন মন্ত্রী ও বিধায়কদেরও পেনশন বৃদ্ধি হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *