BRAKING NEWS

পাকিস্তানে প্রবল বৃষ্টি ও বন্যায় মৃত ৫৭, আহত অন্তত ২৭

rainইসলামাবাদ, ৪ এপ্রিল (হি.স.): প্রবল বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে প্রাণ হারালেন ৫৭ জন| গুরুতর আহত হয়েছেন অন্তত ২৭ জন| সোমবার এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের জাতীয় বিপর‌্যয় ম্যানেজমেন্টের এক আধিকারিক| রবিবার রাত থেকে মুষলধারে বৃষ্টির ফলে হঠাত্ই হড়পা বানে ভেসে যায় উত্তর-পশ্চিম পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল| সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখওয়া প্রদেশ|
জাতীয় বিপর‌্যয় ম্যানেজমেন্টের ওই আধিকারিক জানিয়েছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে শাঙ্গলা জেলা| সেখানে মারা গিয়েছেন ১৪ জন| কোহিস্তানে মৃতের সংখ্যা ১২ এবং স্বাতে মৃতু্য হয়েছে ৮ জনের| পাঁচ জন শিশু সহ মোট ৮ জনের মৃতু্য হয়েছে পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানে| এই সব অঞ্চলে ধসের কারণে ভেঙে পড়েছে বহু বাড়ি| জলের তোড়ে ভেসে গিয়েছে বেশ কয়েকটি সেতু| ধসের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে গিলগিট এবং চিলাসের মধ্যেকার কারাকোরাম হাইওয়ে| ফলে বন্ধ হয়ে গিয়েছে চিনের সঙ্গে সড়কপথে যোগাযোগ| এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মামনুন হুসেন| এই অবস্থা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দফতরগুলিকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *