নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ বাজেট অধিবেশন আরো কয়েকদিন বাড়ানো হতে পারে৷ এনিয়ে শনিবার বেলা সাড়ে বারটা নাগাদ বিএসি’র(বিজনেস এডভাইজারি কমিটি) বৈঠক বসবে৷ ঐ বৈঠকে বাজেট অধিবেশনের দিনক্ষণ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে৷ সে মতো সিদ্ধান্ত গৃহীত হবে৷ উল্লেখ্য, শুক্রবার বাজেট অধিবেশন শুরু হলে বিএসি’র রিপোর্টের প্রস্তাব পেশ করা হলে এবারের অধিবেশন পাঁচদিনের হওয়ায় বিরোধী কংগ্রেসের সদস্য রতনলাল নাথ আপত্তি তুলেন৷ তিনি বলেন, বাজেট অধিবেশন এত কম সময়ের জন্য হলে বিস্তারিত আলোচনা সম্ভব নয়৷ এরই পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরের জন্য বরাদ্দ সোমবার কোন অধিবেশন নেই৷ ফলে, তিনি বাজেট অধিবেশন আগামী ২৮ মার্চ এবং ১১ ও ১২ মে এই তিনদিন যুক্ত করার দাবি জানান৷ অধ্যক্ষ তাতে রাজি না হলে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ মুখ্যমন্ত্রী মানিক সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাতে তাঁর কোন আপত্তি রয়েছে কিনা জানতে চান৷ মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশন আরো তিনদিন বাড়ানো হলে কোন আপত্তি নেই বলে জানিয়ে দেন৷ তাতে আগামীকাল বিএসি বৈঠকে সমস্ত কিছু চূড়ান্ত হবে বলে সিদ্ধান্ত হয়৷ এরই পাশাপাশি বিরোধী দলনেতা বিএসি রিপোর্টে ইউসুফ কমিশনের রিপোর্ট কবে নাগাদ পেশ করা হবে সে বিষয়ে কোন কিছু সুনির্দিষ্টভাবে না থাকায় আগামী ২২ কিংবা ২৩ মার্চ যেন রিপোর্টটি বিধানসভায় পেশ করা হয় সেই অনুরোধ জানান৷
2016-03-19