টমটম চালকের লাইন আউট করল সিট্যু, অনাহারে পথে বসল পরিবার

batteryrickshawনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ সিট্যু নেতাকে উৎকোচ না দেওয়ার দুর্গাচোমুহনী ইউনিটের নেতারা টমটম চালককে লাইন আউট করে দিয়েছে৷ অনাহারেরর আশঙ্কায় টমটম চালক স্ত্রী সন্তানকে নিয়ে ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমেছেন৷ ঘটনা রাজধানীর দুর্গাচৌমূহী এলাকায়৷ দুর্গাচৌমুহনী রোডের এক টমটম শ্রমিককে লাইন আউট করে দিয়েছে সিট্যু৷ প্রতিবাদে টমটম চালক টুটন ঘোষ রাস্তায় নেমেছে৷ টমটম না চালালে অনাহারে মৃত্যু নিশ্চিত বলে জানায় ওই অটোচালক৷ টমটম চালক জানায় একটি টমটম নামানোর জন্য সিট্যুর দুর্গাচৌমুহনী উইনিটের সভাপতি লিটন দাস পাঁচ হাজার টাকা দিয়েছিল৷ মোট ২০ হাজার টাকা ডাউন পেমেন্ট জমা দেওয়া হয় টমটমের জন্য৷ কিন্তু পুরানো টমটম দেওয়ায় সেটি টুটন নেয়নি৷ দুর্গাচৌমুহনী ইউনিটের সভাপতি লিটন দাসকে টমটম চালক টুটন ঘোষ ৫ হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছে৷ এ বাবাদ তিনি আরও ৫ হাজার টাকা ঘুষ চেয়েছেন৷ এক্ষেত্রেও তিন হাজার টাকা মিটিয়ে দেয় টমটম চালক৷ আরও দুই হাজার টাকা না দেওয়ার তাতে লাইন আউট করে দেওয়া হয়েছে৷ টুটন একটি টমটম ভাড়া নিয়ে চালাত৷ মুখোমুখেই এসব লেনদেন হয়েছে৷ ইউনিট সভাপতি বলছে তাকে নাকি এক টাকাও দেওয়া হয়নি৷ তাকে ভাড়া গাড়িও চালাতে দিচ্ছে না৷ বিষয়টি তিনি সংগঠনের অন্যান্য নেতাদের জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহনেরর দাবী জানিয়েছেন৷ টমটম শ্রমিকটি জানায় তাকে টমটম চালাতে না দিলে স্ত্রী সন্তানসহ অনাহারে মরতে হবে৷ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *