গুয়াহাটি, ১৩ মার্চ, (হি.স.) : অসম-সহ উত্তর-পূৰ্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে আজ রবিবার বিকেলে মৃদু ভূমিকম্পের ধাক্কা লেগেছে। বিকেল প্ৰায় চারটে নাগাদ অসমের রাজধানী গুয়াহাটি ও তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে অনুভূত এই ভূমিকম্পের তীব্ৰতা রিখটার স্কেলে ৪.৩ ছিল বলে ভারতীয় ভূগর্ভ গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে। আজ বিকেলের ভূকম্পে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূগৰ্ভ গবেষণা কেন্দ্র-প্রকাশিত খবরে জানা গেছে আজকের এই ভূমিকম্পের ধাক্কা ২৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৩ ডিগ্ৰি পূর্ব দ্ৰাঘিমাংশের মধ্যে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল অসমের দরং জেলায়, জানিয়েছে ভারতীয় ভূগর্ভ গবেষণা সংস্থা।
2016-03-14