BRAKING NEWS

একেবারে ভুতুড়ে, প্রশান্ত মহাসাগরের অতলে হদিশ বিরল প্রজাতির অক্টোপাসের

ওয়াশিংটন, ৬ মার্চ (হি.স.): প্রশান্ত মহাসাগরের অতলে একেবারে বিরল প্রজাতির অক্টোপাসের হদিশ পেলেন বিজ্ঞানীরা| যেহেতু অক্টোপাস, তাই আটটা শুঁড় তো রয়েছেই, হাবভাব-চালচলনেও সে একেবারেই ভুতুড়ে| নেকার আইল্যান্ডের কাছে, প্রশান্ত মহাসাগরের আড়াই মাইল বা চার কিলোমিটার নীচে এই প্রথম সন্ধান পাওয়া গেল এই প্রজাতির অক্টোপাসের| ভুতুড়ে এই অক্টোপাসের নাম নাম দেওয়া হয়েছে ক্যাসপার| এই নতুন প্রজাতির অক্টোপাসের কোনও পাখনা নেই|যে সব প্রজাতির অক্টোপাসের পাখনা রয়েছে, এত দিন শুধু তাদেরই হদিশ পাওয়া যেত প্রশান্ত বা আটলান্টিক মহাসাগরের গভীর অতলে| যাদের ডাম্বো বলা হয়| আর যাদের পাখনা নেই, সেই সব অক্টোপাসের দেখা মিলত অনেকটা ওপরে| কিন্তু, এ বার প্রশান্ত মহাসাগরের গভীর অতলেও এই পাখনা-হীন অক্টোপাস ক্যাসপার-এর দেখা মিলল| ন্যাশনাল ওশ্‌নিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ বা নোয়া)-র বিজ্ঞানীরা জানিয়েছেন, এটা একেবারেই বিরল ঘটনা| বিজ্ঞানীরা বলেছেন, এই অক্টোপাসগুলির শরীরে পিগমেন্ট কোষের সংখ্যা তুলনায় কম বলে এরা অন্য অক্টোপাসের মতো যখন তখন তাদের রং বদলাতে পারে না| শরীরটা তাদের লালচে-বাদামি রঙের হয়| যার ওপরটা ঢাকা থাকে সাদা চামড়ায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *