নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ ফেব্রুয়ারি৷৷ বিভিন্ন ভিলেজ কমিটি নির্বাচনে শাসক বামফ্রন্ট দল বিভিন্ন ভিলেজে সংখ্যাগরিষ্ঠতা দখল করে যখন আনন্দে মেতে উঠল বিভিন্ন ভিলেজ এলাকায়৷ অন্যদিকে বামফ্রন্টের বিরুদ্ধে হামলা ভাঙচুরের অভিযোগ তুলল বিরোধী আইপিএফটি দল৷ তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন এলাকায় আইপিএফটির পার্টি অফিস সহ সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের ঘটনার পাশাপাশি মারধর করার অভিযোগ তুলল আইপিএফটি দল৷
সিপিএম দলের কর্মী সমর্থকদের দ্বারা প্রথম ভাঙচুরের ঘটনাটি ঘটল তেলিয়ামুড়া থানাধীন দুষ্কী বাজারে শনিবার রাতে৷ এদিন বামফ্রন্ট দল উত্তর পুলিনপুর ভিলেজ কমিটি দখলের পর বিজয় মিছিল করার সময় দুষ্কি বাজারে আইপিএপটির পার্টি অফিসের জিনিস সামগ্রী ভেঙ্গে ঘরে বাইরে ফেলে দেওয়া হয়৷ অফিসে রাখা এক চাষির আলু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ৷ পরে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এদিকে রবিবার সকালে উত্তর পুলিনপুর ভিলেজের এক নং ওয়ার্ডের ২নং আসনের জয়ী আইপিএফটি প্রার্থী রুনমালা দেববর্মার উপর একই এলাকা সিপিএমের সদস্য অমেন্দ্র দেববর্মা দা নিয়ে পিছু ধাওয়া করে৷ রুনমালা দেববর্মা কোনক্রমে প্রাণ বাঁচায়৷ এই খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়তেই শত শত আইপিএফটিএর সমর্থকেরা জড়ো হয়ে দুষ্কি এলাকায় পৌছায় এবং পথ অবরোধ করে৷ পরে মহকুমা প্রশাসনের তৎপরতায় পথ অবরোধ তুলে নেয়৷ যদিও শত শত আইপিএফটি সমর্থকেরা সকাল থেকে হামলাকারীদের শাস্তি ও গ্রেপ্তারেরর দাবিতে গণ অবস্থানে বসে৷ পরে তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য, খোয়াই জেলার
অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছায়৷ খোঁজ নেওয়া হয় পুরো ঘটনার৷ আইপিএফটির পক্ষে হামলাকারী সিপিএম সমর্থকদের নামদাম দিয়ে লিখিত অভিযোগ জানানো হয়৷ অপরদিকে সিপিএমের পক্ষ থেকে কয়েকজন আইপিএপটির দলের কর্মী সমর্থকদের নাম দিয়ে পাল্টা মামলা করা হয়৷
এদিকে, সিপিএমের টিওয়াইএফআই মহকুমা কমিটির সম্পাদক প্রদীপ দেববর্মা বলেন, এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে ওইদিন রাতে বিজয় মিছিলে হেঁটেছে তাদের মধ্যে হয়ত কেউ অতি উৎসাহের বসে ওই কাজগুলি করেছেন৷
আইপিএফটি ও সিপিএম দু দলের সমর্থকদের নিয়ে শান্তির বৈঠক করা হয় মহকুমা প্রশাসনের উদ্যোগে৷ দুজনে কথাবার্তা শুনেন প্রশাসনের কর্মকর্তারা৷ সভায় আলোচ্য বিষয় ছিল ওই এলাকায় শান্তি কিভাবে ফিরে পাওয়া যায়৷ এবিষয়ে মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য সকলের মন্তব্য শুনে সাতদিনের মধ্যে সমস্যা নিরসনের জন্যে দুটি দল নিজেদের মধ্যে আলোচনা বের করে প্রশাসনের কাছে তলে দেওয়ার নির্দেশ দেন৷ এছাড়া এদিনের শান্তির বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম দলের টিওয়াইএফআই মহকুমা কমিটির সম্পাদক সহ দলের নেতৃত্ব আইপিএফটি দলের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির স দস্য বিনয় দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা৷ প্রশাসনের লোকেদের মধ্যে ছিলেন, খোয়াই জেলার এএসপি হরিপদ দাস সহ এসডিপিও৷
এদিনের শান্তির বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী সাতদিনের মধ্যে দুদলের প্রতিনিধিরা দলের অন্যান্য কর্মী সমর্থকদের সাথে কথা বলে ঘটনাটি মীমাংসা করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়৷ তবে আইপিএফটি দলের দাবি ভাঙ্গা পার্টি অফিসের মেরামতের খবর, আহতদের চিকিৎসার জন্য সাহায্য, লুট হয়ে যাওয়া জিনিস সামগ্রীর ক্ষতিপূরণ৷
তেলিয়ামুড়া মহকুমা জুড়ে নির্বাচনী সন্ত্রাস অব্যাহত রয়েছে৷ গ্রাম পাহাড়ে বিরোধি দলের সমর্থকদরে উপর গণ হারে মারধর সহ ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে৷ মুঙ্গিয়াকামী ব্লকের মহরাণী আঠারমুড়া এডিসি ভিলেজে পৃথক পৃথক হামলায় আহত বেশ কয়েকজন৷
এডিসি ভিলেজ কমিটির নির্বাচনী ফলাফল ঘোষণায় কয়েকটি বাদ দিলে সবকটি আসনে গণদেবাতারা রায় বামেদের পক্ষে থাকলেও বিরোধী দলগুলিকে সমর্থন করার খেসারত দিতে হচ্ছে গিরিবাসীদের৷ সকাল, দুপুরে রাতের অন্ধকারে শাসকদলের ক্যাডারদের দ্বারা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে৷ অভিযোগ উত্তর মহারাণী এডিসি ভিলেজের পাল বাড়ি এলাকার বাসিন্দা তথা বিজেপি সমর্থক রণজিৎ দেববর্মার বাড়িতে আচমকা স্থানীয় কয়েকজন বখাটে বাম সমর্থিত যুবক রাতের অন্ধকারে হামলা চালায়৷ ঘরে প্রবেশ করে রণজিৎ দেববর্মা সহ পরিবারের লোকদের উপর হামলা চালায়৷ ভেঙ্গে দেওয়া হয় ঘরে রাখা জিনিস সামগ্রী৷ বুঝাই যায়নি পরিবালেরর ছোট বড় সকলেই৷ অপর দুর্ঘটনাটি ঘটে আঠারমুড়া এলাকায়৷
বিজেপির সমর্থকের উপর হামলা চালায়৷ এছাড়া ওই এলাকার আরো দুই জনের উপর ক্যাডাররা আক্রমণ চালায়৷ বর্তমান রণজিৎ দেববর্মা ও তরণী দেববর্মার তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে৷ বাকি দুজনের চিকিৎসা আগরতলা জিবি হাসপাতালে চলছে৷ এদিকে বিজেপি কর্মীদের উপর ক্যাডার হামলার ঘটনায় রবিবার রাতে বিজেপি নেতৃত্ব বিকাশ দেববর্মা প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়৷ সেখানে আহত পরিবারদের সাথে কথা বলেন৷ সেখান থেকে পাঁচজনের প্রতিনিধি দলকে সাথে নিয়ে তেলিয়ামুড়া হাসপাতালে এসে আহতদের দেখেন৷
লেফুঙ্গা ব্লকের সিপাই পাড়া এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের শঙ্কর সেনাপতি পাড়া গ্রামের লক্ষ্মীকাত দেববর্মার বাড়িতে গতকাল রাত নয়টা নাগাদ সিপিএম ক্যাডার বাহিনী হামলা চালায় বলে অভিযোগ৷ কারণ সে আইপিএফটির কট্টর সমর্থক৷ আর এই ভিলেজ কমিটি বামেরা দখল করেছে৷ ঘরের ছাউনির একাধিক অংশ আক্রমণকারীরা ভেঙ্গে ফেলে৷ ফলে লেফুঙ্গা থানায় বাড়ির মালিক অভিযোগ দায়ের করেন৷
2016-02-29