নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : জেএনইউ কাণ্ডে ধৃত উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যের পুলিশ হেফাজতের মেয়াদ আরও একদিন বাড়ানো হল| সোমবার উমর এবং অনির্বাণকে আরও একদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লি আদালত| অন্যদিকে, এদিন কানহাইয়া কুমারের জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ| ফেরার আরও এক অভিযুক্তকে গ্রেফতারের ব্যাপারে কানহাইয়া সাহায্য করতে পারে বলে পুলিশের দাবি|
আদালত সূত্রের খবর, জেএনইউ কাণ্ডে ধৃত উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যের পুলিশ হেফাজতের মেয়াদ সোমবার শেষদিন ছিল| সেইমত এদিন এদের আদালতে আনা হয়| উমর এবং অনির্বাণের থেকে আরও অনেক কিছু জানার রয়েছে বলে আদালতে জানায় দিল্লি পুলিশ| সেই আবেদনের ভিত্তিতে আদালত উমর এবং অনির্বাণের পুলিশের হেফাজতের মেয়াদ আরও একদিন বাড়ালো আদালত|
অন্যদিকে, দেশদ্রোহিতার অভিযোগে এদিন কানহাইয়া কুমারসহ পাঁচজনের মামলার আবেদন নিতে অস্বীকার করল অ্যাপেক্স কোর্ট| শুনানির আগে আবেদনকারীকে এই বিষয়ে অ্যার্টনি জেনারলের সম্মতি নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট|
\ানা গিয়েছে, এমাসের প্রথমদিকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হয় জেএনএসইউয়ের সভাপতি কানহাইয়া কুমার| তারপর গত সপ্তাহে এই মামলায় অভিযুক্ত উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য পুলিশের কাছে আত্মসমর্পণ করে| এঁদের আত্মসমর্পণের একদিন পর আশুতোষ কুমার নামে আরও এক অভিযুক্ত আত্মসমর্পণ করে| তবে এই মামলায় আরও এক অভিযুক্ত এখনও পলাতক|
2016-02-29