BRAKING NEWS

ফের বিক্ষোভের মুখে পড়লেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল

Arvind Kejriwalলুধিয়ানা, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : ফের বিক্ষোভের মুখে পড়লেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল| এবার বিক্ষোভকারীরা তঁার গাড়িতে হামলা চালাল| পাঞ্জাবের অকালি দলের বিক্ষোভকারীরা কেজরীওয়ালের গাড়িতে পাথর, রড ছোঁড়ে বলে অভিযোগ| ভেঙে যায় গাড়ির সাইডের কাঁচ| তবে আঘাত লাগেনি কেজরীওয়ালের| সোমবার দিল্লিতে ফেরার আগে লুধিয়ানায় ঘটনাটি ঘটেছে|
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, কেজরীওয়াল যে অনুষ্ঠানে হাজির ছিলেন, তারই বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল অকালি দল ও দাঙ্গা পীড়িত গোষ্ঠীর সদস্যরা| ব্যাঙ্কোয়েট হলের পিছনের দরজা দিয়ে পুলিশের সহায়তায় বাইরে বেরিয়ে যান কেজরীওয়াল| কিন্তু এই খবর জেনে বিক্ষোভকারীরা কেজরীওয়ালের ইনোভা গাড়ি লক্ষ্য করে পাথর, রড ছুঁড়তে থাকে|
ঘটনার পর আম আদমি পার্টির দাবি, এই হামলা পূর্বপরিকল্পিত| সেইসময় ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশও| ছিলেন সিনিয়র সুপার| ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেজরীওয়াল স্বয়ং| তিনি বলেন, এই ঘটনা অভিপ্রেত নয়| টুইটারে কেজরীওয়াল ঘটনার নিন্দা করেছেন|
প্রসঙ্গত, পাঁচদিনের সফরে পাঞ্জাব গিয়েছেন কেজরীওয়াল| সেখানে জলন্ধর, অমৃতসর, ফিরোজপুর, সাঙ্গরুর এবং ভাতিন্ডায় গিয়েছিলেন তিনি| সোমবার দিল্লিতে ফেরার আগে লুধিয়ানায় যাওয়ার পরিকল্পনা আগে থেকেই ঠিক করা ছিল| কিন্তু সেখানেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *