BRAKING NEWS

কলকাতায় অবস্থিত থাইল্যান্ডের দূতাবাসে বিস্ফোরণের হুমকি, ছড়াল আতঙ্ক

map_of_kolkataকলকাতা, ২৯ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতায় অবস্থিত থাইল্যান্ডের দূতাবাসে বোমা বিস্ফোরণের হুমকি| ই-মেলে হুমকি দিয়ে জানানো হয়েছে, দূতাবাসে খুব শক্তিশালী বোমা ও বিস্ফোরক রাখা রয়েছে| তা যে কোনও মূহুর্তে ফাটতে পারে| পুলিশ সূত্রের খবর, বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেন্সে, সাউথ পয়েন্ট জুনিয়র স্কুলের কাছে থাইল্যান্ডের দূতাবাস রয়্যাল থাই কনসুলেটে ভুয়ো অ্যাকাউন্ট থেকে পাঠানো ই-মেলে হুমকি দেওয়া হয়েছে, `তৈরি থাকুন, যে কোনও মূহুর্তে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে থাইল্যান্ডের দূতাবাসে| তাতে দূতাবাস ভবনটি পুরোপুরি উড়ে যেতে পারে|’
ওই হুমকি ই-মেল পেয়েই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে দূতাবাস কর্মীদের মধ্যে| আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়| দূতাবাস কর্মীরা ওই ই-মেল হুমকির কথা সঙ্গে সঙ্গে জানান গড়িয়াহাট থানাকে| সেখান থেকে তড়িঘড়ি পুলিশ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড এসে পৌঁছয় থাইল্যান্ড দূতাবাসে| জোর তল্লাশি চালানো হয়| পুলিশ জানিয়েছে, কোনও ভুয়ো অ্যাকাউন্ট থেকেই ওই ই-মেল পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে| তদন্তে নেমেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *