দিল্লিতে টোল প্লাজায় দুঃসাহসিক ডাকাতি, গুলিতে মৃত ২

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): টোল প্লাজায় ডাকাতি করতে এসে দুই কর্মীকে গুলি করে মারল দুষ্কৃতীরা| রবিবার ভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির বদরপুর এলাকায়| পুলিশ সূত্রের খবর, টোল প্লাজা থেকে আড়াই কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা|
এদিন বদরপুরের ওই টোল প্লাজায় বাইকে করে এসে হানা দেয় দুষ্কৃতীরা| টোল প্লাজার কোষাধ্যক্ষ ও নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালায়| গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে, বেলার দিকে মৃতু্য হয়| দুষ্কৃতীদের খেঁাজে তদন্ত শুরু করেছে পুলিশ|