মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): গান্ধীগিরি মেনে চলা উচিত সঞ্জয় দত্তের| টুইট করে এমনটাই জানালেন অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা| টানা ৪২ মাস কারাবাসের পর গত বৃহস্পতিবার পুণের ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত| রবিবার টুইটারে শত্রুঘ্ন লিখেছেন, মুন্নাভাই এমবিবিএস ছবিতে সঞ্জয় যে গান্ধীগিরির আদর্শ মেনেছিলেন, এখন সেটিই অনুসরণ করা উচিত তাঁর| একই সঙ্গে শত্রুঘ্ন জানিয়েছেন, সঞ্জয় দত্ত জেল থেকে মুক্ত হয়ে ঘরে ফেরায়, তিনি ভীষণই খুশি|উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ পরপর ১৩টি বিস্ফোরণে কেঁপে ওঠে বাণিজ্যনগরী মুম্বই| এর পরই বেআইনিভাবে নাইন এমএম পিস্তল ও একে-ফিফটি সিক্স রাইফেল রাখার অপরাধে টাডা আইনে গ্রেফতার হন সঞ্জয় দত্ত| ২০০৬ সালে সঞ্জয় দত্তকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় টাডা আদালত| ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান| ২০১৩ সালে সঞ্জয় দত্তর কারাদণ্ডের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করে সুপ্রিম কোর্ট| ওই বছরেরই ১০ মে সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সঞ্জয় দত্তকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত| ২০১৩-র ১৬ মে টাডা কোর্টে আত্মসমর্পণ করেন সঞ্জয় দত্ত| শেষ পর্যন্ত সংশোধনাগারে ভাল আচরণের জন্য সঞ্জয়কে মুক্তি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় মহারাষ্ট্র সরকার| টানা ৪২ মাস কারাবাসের পর গত বৃহস্পতিবার পুণের ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পান মুন্নাভাই|