নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): সরকারি ব্যাঙ্কের অনাদায়ী ঋণ ক্রমশ বেড়েই চলেছে| এই সমস্যা কমাতে রবিবার ব্যাঙ্ক বোর্ড বু্যরো গঠন করার অনুমতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গত মাসেই পদ্ম পুরস্কার পাওয়া প্রাক্তন সিএজি বিনোদ রাই বু্যরোর বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন| সদস্য মনোনীত হয়েছেন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক অফ বরোদার প্রাক্তন প্রধান অনিল খাণ্ডেলওয়াল এবং ক্রিসিল-এর প্রাক্তন প্রধান রূপা কুদওয়া| সরকারি ব্যাঙ্কের কাজকর্মে রাজনৈতিক হস্তক্ষেপ যতটা সম্ভব কমানোর চেষ্টা করবে বোর্ড| এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের ডিরেক্টরদের মনোনয়ন দেওয়া, বাজার থেকে অর্থ তোলা এবং অনাদায়ী ঋণ উদ্ধারে সরকারি ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেওয়ার কাজ করবে| সরকারি ব্যাঙ্কগুলিতে কেন্দ্রের যাবতীয় বিনিয়োগের দেখভালও করবে তাঁরা|রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিতে অনাদায়ী ঋণ বাড়তে বাড়তে প্রায় ৪ লাখ কোটি টাকা ছুঁয়ে ফেলেছে| এটা শেয়ার বাজারে ব্যাঙ্কগুলির মোট সম্পদের প্রায় দেড়গুণ| অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে দেখে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ২০১৭ সালের মার্চের মধ্যে ব্যাঙ্কগুলিকে খেলাপি ঋণের সমস্যা মিটিয়ে ফেলতে হবে| এমন কড়া নির্দেশ পাওয়ার পর রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি গত ডিসেম্বরে শেষ হওয়া চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে তাঁদের লাভের অঙ্ক থেকে খেলাপি ঋণ বাদ দেওয়া শুরু করেছে| সেজন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাভের পরিমাণ এই ত্রৈমাসিকে প্রায় ৬৭% কমে গিয়েছে| লাভের পরিমাণ কমেছে বা ক্ষতি বেড়েছে অন্য সরকারি ব্যাঙ্কগুলিরও|
2016-02-28