ভারতীয় সেনা
ভারতীয় সেনা

নাগপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : বাবার কষ্টের জীবনই বেছে নিক তাদের একমাত্র মেয়ে| এমনটাই চান সিয়াচেনে তুষারধসে চাপা পড়ে মারা যাওয়া ভারতীয় জওয়ান হনুমান্থাপ্পা কোপ্পাড়ের স্ত্রী মহাদেবী অশোক বিলেবল| বড় হয়ে তাঁর মেয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবে বলে একমাত্র বাসনার কথা প্রকাশ্যে তিনি জানালেন|
দুর্গম সিয়াচেনের তুষারঝড়ে বরফধসে ৩০ ফুট হিমবাহের স্তূপের নীচে ৬ দিন চাপা পড়ে থেকেও জীবিত উদ্ধার হয়েছিলেন ৩৩ বছর বয়সি লান্স নায়েক কোপ্পাড়| অদম্য প্রাণশক্তির জোরে নিশ্চিত মৃতু্যকে ঠেকিয়ে রেখেও শেষ পর্যন্ত তাকে জয় করতে পারেননি তিনি| দিল্লির হাসপাতালে চিকিত্সকদের নিরলস প্রয়াস আর কোটি কোটি দেশবাসীর প্রার্থনা সত্ত্বেও মৃতু্যর কাছে হার মানতে হয় তাঁকে| গত ১১ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| রেখে যান দেশসেবা ও আত্মত্যাগের এক উজ্জ্বল নজির|
গতকাল এখানে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন কোপ্পাড়ের স্ত্রী ও মা| সেখানে সংবর্ধনা গ্রহণ করে বিলেবল বলেছেন, আমার ছেলে নেই| কিন্তু এজন্য দুঃখ হয় না| ভালবাসার মেয়ে আছে| আমার একটাই প্রার্থনা, ওকে এমন মজবুত ভারতীয় হিসাবে বড় করে তুলব যে একদিন ভারতীয় সেনাবাহিনীতে ঢুকবে| গর্বের বাবাকে এটাই হতে পারে ওর যথার্থ শ্রদ্ধাজ্ঞাপন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *