নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ শপথ নিলেন নবনির্বাচিত বিধায়ক পরিমল দেবনাথ৷ ৪২-অমরপুর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী সিপিআইএম (প্রার্থী) পরিমল দেবনাথ আজ ত্রিপুরা বিধানসভার লবিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন৷ আজ সকাল ১১টায় বিধানসভার লবিতে পরিমল দেবনাথকে বিধায়ক পদে শপথ বাক্য পাঠন করান বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷
[vsw id=”KJYi_OLqA5M” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মণ, সহ মন্ত্রিসভার সদস্যগণ, বিধায়কগণ ও অন্যান্য সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি এই নির্বাচনী কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷