নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ অতিরিক্ত পণ্যবোঝাই এর ফলে উঁচু রাস্তা উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রড বোঝাই একটি গাড়ি৷ ঘটনা নূতন বাজার থানাধীন বৈরাগী দোকান এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বেলা দুইটা নাগাদ বৈরাগী দোকান এলাকায় উঁচু রাস্তা উঠতে গিয়ে রড বোঝাই একটি গাড়ি উল্টে যায়৷ গাড়িটি আগরতলা থেকে করবুকের উদ্দেশ্যে যাচ্ছিল৷ গাড়িতে ১৫ টন রড বোঝাই করা হয়েছে বলে জানান গাড়ির চালক৷ যা গাড়ির বহন ক্ষমতার চেয়ে অনেক বেশি ছিল৷ যার ফলে অতিরিক্ত রডের ভরে গাড়িটি পিছনের দিকে উল্টে যায়৷ গাড়ির সামনের অংশটি রাস্তা থেকে অনেক উপরে উঠে যায়৷ গাড়ির চালক পরেশ চন্দ্র দাস জানান, রডগুলি আগরতলার সুব্রত ট্রান্সপোর্ট থেকে করবুকের ব্যবসায়ী পরেন্দ্র রিয়াং এর দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল৷ দুর্ঘটনার কবলে পড়া গাড়িটির নম্বর টিআর০৩এফ১৮৩৭৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নূতন বাজার থানার পুলিশ৷ অতিরিক্ত পণ্যবহণের জন্য গাড়ির চালককে জরিমানা করা হয়৷ পরবর্তী সময় জেসিবি দিয়ে দুর্ঘটনার কবলে পরা গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়৷